Ratan Tata

Papiya Paul

Ratan Tata: ৮৬ বছরের রতন টাটার নিত্যসঙ্গী ৩০ বছরের এই যুবক, পরিচয় জানলে গর্বিত হবেন

নিউজশর্ট ডেস্কঃ রতন টাটা (Ratan Tata) এমন একটা নাম যা দেশের প্রতিটি বাচ্চা শিশুও জানে। দেশ থেকে বিদেশে সব জায়গাতেই ছড়িয়ে রয়েছে তার ব্যবসা।‌ নুন থেকে শুরু করে মোটোর, এয়ার ইন্ডিয়া, টাইটান, তাজ সবেতেই তার কোম্পানির অগাধ বিচরণ। তবে আপনি প্রায়শই রতন টাটার সঙ্গে একজন অল্প বয়সী যুবককে দেখতে পান নিশ্চয়ই? সেই যুবকের আসল পরিচয় কী জানেন?

   

রতন টাটার সহচর এই যুবকের নাম হল শান্তনু নাইডু (Shantanu Naidu)। অনেকেই হয়ত জানেননা যে, এই শান্তনু পেশায় একজন ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, লেখক এবং উদ্যোক্তা। এত কম বয়সেই এতটা সাফল্য সত্যিই অবাক করার মত‌। জানিয়ে রাখি বছর ৩০-র শান্তনু নাইডু কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন।

শান্তনু এইমুহুর্তে টাটার অফিসে জেনারেল ম্যানেজার। তিনি গত বছরই একটি বিনিয়োগ সংস্থা প্রতিষ্ঠা করেছেন। টাটা গুডফেলোস নামক এই স্টার্টআপ মূলত দেশের প্রবীণ নাগরিকদের পরিষেবা দিতে সহায়তা করে। তার কথায়, বিশ্বে পাঁচ কোটি বয়স্ক মানুষ রয়েছেন, যারা একা। মূলত তাদের কথা ভেবেই এই স্টার্টাপ খোলেন শান্তনু। এবং এতে প্রচু্র তরুণদেরও নিয়োগ করেছেন তিনি।

আরও পড়ুন: প্রায় ৯০ লাখের মত ফলোয়ার্স, তবুও রতন টাটা ফলো করেন এই একজনকেই, নামটা চমকে দেবে

সূত্রের খবর, এই অভিনব সংস্থাটি গত ছয় মাসে মুম্বাইয়ে বিটা পর্যায়ে ২০ জন বয়স্ক ব্যক্তির সাথে কাজ করছে‌। পাশাপাশি পুনে, চেন্নাই এবং বেঙ্গালুরুতে আরও পরিষেবা দেওয়ার পরিকল্পনা করছে। এসবের পাশাপাশি রতন টাটার সাথে তার সম্পর্কটা কেমন তা জানেন কি? রতন টাটাকে বস, মেন্টর এবং বন্ধু বলে সম্বোধন করে শান্তনু নাইডু। নিজের ৮৫ তম জন্মদিনটাও এই তরুণ তুর্কির সাথে পালন করেছিলেন রতন টাটা।

Ratan Tata

তিনি মূলত রতন টাকাকে ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। তিনি হচ্ছেন প্রবীণ শিল্পপতির ছায়াসঙ্গী। ১৯৯৩ সালে মহারাষ্ট্রের পুনেতে জন্মগ্রহণ করেন শান্তনু। তার লিঙ্কডিন প্রোফাইল খুললেই দেখতে পাবেন যে ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে টাটা ট্রাস্টের সঙ্গে জুড়ে রয়েছেন তিনি।

আরও পড়ুন: মাত্র ১০০ টাকায় কিনতে পারবেন সোনা! গরীবদের জন্য দুর্দান্ত স্কিম আনলেন রতন টাটা

শান্তনু নাইডু ১৯৯৩ সালে মহারাষ্ট্রের পুনেতে জন্মগ্রহণ করেন এবং টাটা গ্রুপে কাজ করা তাঁর পরিবারের পঞ্চম প্রজন্ম। শান্তনু নাইডুর লিঙ্কডইন প্রোফাইল অনুসারে, তিনি ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে টাটা ট্রাস্টের সাথে কাজ করছেন। টাটা ট্রাস্টের চেয়ারম্যানের অফিসে ডেপুটি জেনারেল ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয় শান্তনুর হাতে।\

do you know ratan tata manager shantanu naidus salary and wealth details

প্রসঙ্গত উল্লেখ্য, শান্তনুর সঙ্গে রতন টাটার পরিচয় ২০১৪ সালে। এক সড়ক দূর্ঘটনায় নিজের পোষ্যকে হারিয়ে ভেঙে পড়েছিলেন তিনি। এরপর রাস্তার কুকুরদের জন্য আলাদা এনজিও অবধি খোলেন। এমনকি কুকুররা যাতে পথ দুর্ঘটনার কবলে না পড়েন তার জন্য রাস্তার কুকুরদের গলায় এক ধরনের বেল্ট লাগানোর ব্যবস্থা করেন শান্তনু যা রাতে চকচক করে। সেইসময় রতন টাটা তাকে নিজের কাছে নিয়ে আসেন। এবং তারপর থেকেই এই প্রবীণ শিল্পপতির ছায়াসঙ্গী হয়ে রয়েছেন শান্তনু। সূত্রের খবর, বর্তমানে বার্ষিক ২৭ লক্ষ টাকা পারিশ্রমিক নেন তিনি। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৬ কোটি টাকা।