Hair Care

Hair Care: শুধু মাথায় কেন উকুন বাসা বাঁধে? কিভাবে ছড়ায়? বিজ্ঞানীদের তথ্য জানলে শিউড়ে উঠবেন

নিউজশর্ট ডেস্কঃ উকুন নিয়ে বহু মানুষ সমস্যায় থাকেন। অনেকের চুলে দীর্ঘদিন ধরে এই উকুন রয়েছে। অনেক কিছু করেও এই উকুন সরানো যায়নি। অনেকেই ভেবেছেন যে এই উকুন আসলে কোথা থেকে আসে? কেন এগুলো শুধুমাত্র মাথাতেই বাসা বেঁধে থাকে? কিভাবে এগুলো বেঁচে রয়েছে?

উকুনের বিষয়ে বিভিন্ন তথ্য জানার পর জানা গিয়েছে যে এগুলো সাধারণত আক্রান্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এক্ষেত্রে একজনের মাথার সঙ্গে অন্য যুগের মাথার সংস্পর্শ না এলে এটি ছড়াতে পারে না। এর কারণ হলো উকুন লাফ দিতে বা উড়তে পারে না।

সম্প্রতি এই প্রসঙ্গে লন্ডনের বিজ্ঞানীরা একটি দীর্ঘ গবেষণা করেছেন। ওই গবেষণা থেকে জানা গিয়েছে যে মাথার উকুন আমাদের পূর্বপুরুষদের কাছ থেকেই কয়েক লক্ষ বছর ধরে ধরে বিবর্তিত হতে হতে আজকের উকুনের নিয়েছে। আগে এগুলো শরীরের মধ্যে গজিয়ে ওঠা লোমের মধ্যেও বসবাস করত। কিন্তু এরপরে মানুষ যখন পোশাক পরতে শুরু করেছে তখন এগুলো মাথার ত্বকে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে।

আরও পড়ুন: Vande Bharat: রাজধানী অতীত! এবার ঝড় তুলবে বন্দেভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন, মিলবে এই ৭ সুবিধা

বিজ্ঞানীদের গবেষণায় একটি মিশরীয় মমির মাথাতেও উকুন পাওয়া গিয়েছে। বাইবেল এবং গ্রিক সাহিত্যেও তার উল্লেখ করা আছে। মানুষের রক্ত খেয়ে এই উকুনেরা বেঁচে থাকে। তাই চুলের গোড়া আঁকড়ে ধরার জন্য উকুনদের এক বিশেষ প্রকার নখ থাকে। স্ত্রী উকুন গুলো মাথার ত্বকের কাছাকাছি ডিম পাড়ে এবং এখানেই তারা সুরক্ষিত থাকে। মানুষের শরীর থেকে এরা তাপ পায় এবং ডিম গুলো উকুনে পরিণত হয়।

যাদের মাথায় উকুন রয়েছে তাদের নিয়মিত পরিষ্কার করা দরকার। শ্যাম্পু এবং একটি সূক্ষ্ম দাঁতযুক্ত চিরুনি উকুন এবং তার ডিম দূর করতে পারে। নিয়মিত মাথা পরিষ্কার করতে না পারলে এক সপ্তাহের মধ্যে মাথায় প্রচুর উকুন হয়ে যাবে।

 

Papiya Paul

X