Adhar Card

anita

Aadhaar Card: আধার কার্ড থাকলেই বিনামূল্যে মিলবে এই সুবিধা! কি পরিষেবা দিচ্ছে UIDAI?

নিউজ শর্ট ডেস্ক: এখনকার দিনে আধার কার্ড (Adhar Card) আমাদের দেশের প্রত্যেক নাগরিকের কাছেই অত্যন্ত্য জরুরি একটি পরিচয় পত্র (Identity Card)। তাই এই আধার কার্ড ছাড়া অসম্পূর্ণ থেকে যায় যে কোনো সরকারি কিংবা বেসরকারি কাজ। সম্প্রতি দেশ জুড়ে শোরগোল ফেলে দিয়েছে আধার কার্ড বাতিলের খবর।

   

এসবের মধ্যেই কেউ যদি নিজের কার্ডে কোনো  তথ্য বিশদে আপডেট  করতে চান তবে এখন আপনি  তা বিনামূল্যেই করার সুযোগ পেতে চলেছেন। জানা যাচ্ছে  UIDAI চলতি বছরের আগামী ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করার সুযোগ দিয়েছে। কিন্তু এবার  এই সময়সীমা বাড়ানো হয়েছে।

নতুন সময়সীমা কবে?

UIDAI ৬ সেপ্টেম্বর একটি অফিস স্মারকলিপি জারি করেছে। সেখানে  বলা হয়েছে। My Aadhaar পোর্টালের মাধ্যমে বিনামূল্যে আধার আপডেট করার সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সুবিধা নিয়ে জনগণের উৎসাহ দেখে সংগঠনটির তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আধার কার্ড,Aadhar Card,পরিচয় পত্র,Identity Card,আপডেট,Update,বিনামূল্যে,Free,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

UIDAI কি বলেছে ?

UIDAI -এর একটি নির্দেশিকায় বলা হয়েছে  যারা আধার আপডেট করতে উত্সাহিত করার লক্ষ্যে,সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ১৪সেপ্টেম্বর পর্যন্ত MyAadhaar পোর্টালে বিনামূল্যে আধার নথি আপডেট করার সুবিধা দেওয়া হবে।

আরও পড়ুন: ফ্রি-তে মিলবে সরকারি সোলার প্যানেল! খরচ কমবে বিদ্যুতের বিলের

জনগণের ইতিবাচক সাড়া বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সময়সীমা আগামী আরও তিন মাস পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে  My Aadhaar পোর্টাল https://myaadhaar.uidai.gov.in/-এ বিনামূল্যে আপডেট করার সুবিধা পাওয়া যাবে। UIDAI গত কয়েক মাস ধরে বহু মানুষকে উত্সাহিত করে চলেছেন যদি এমন কোনো গ্রাহক থাকেন যাদের আধার কার্ডের বয়স ১০ বছর পেরিয়ে গিয়েছে, তবে তা আপডেট করার  জন্য আইডি এবং ঠিকানার প্রামাণ্য নথি আপলোড করে  জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদির মতো ডেমোগ্রাফিক বিবরণ আপডেট করতে হবে।

আধার কার্ড,Aadhar Card,পরিচয় পত্র,Identity Card,আপডেট,Update,বিনামূল্যে,Free,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

কীভাবে বিনামূল্যে আধার আপডেট করবেন?

বিনামূল্যে আপনার আধার আপডেট করার জন্য নিজের আধার নম্বর দিয়ে https://myaadhaar.uidai.gov.in/ পোর্টালে লগ ইন করতে হবে। এর জন্য আধারের সাথে লিঙ্ক করা রেজিস্টার  মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে। এর পরে, ডকুমেন্ট আপডেটে গিয়ে তথ্য যাচাই করতে নিজের তথ্য পুনরায় বৈধ করতে হবে।