নিউজ শর্ট ডেস্ক: ‘আভাস পাইলেও নাগাল পাইলাম না’। এটাই এখন কলকাতা (Kolkata) শহরের শীত (Winter) প্রেমীদের মনের অবস্থা। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহের শেষেই স্বমহিমায় আবার বঙ্গে ফিরবে শীত। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আজ থেকেই বঙ্গে শিরশিরানি হিমেল হওয়ার প্রবেশ ঘটবে। আর কাল থেকে এই দ্রুত ঘটবে পারদ পতন।
তাই আগামী কয়েক দিন উত্তুরে হওয়ার দাপটে চেনা মেজাজেই বঙ্গে ফিরবে শীত। আলিপুর আবহাওয়া দপ্তরের (Kolkata Weather Office) পূর্বাভাস শীতের এই দ্বিতীয় ইনিংস চলবে, কমপক্ষে পাঁচ থেকে ছয় দিন। রবিবারের মধ্যেই কলকাতার পারদ নামবে ১৪ ডিগ্রি বা তার নিচে। অন্যদিকে পশ্চিমের জেলা গুলিতে তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রির কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
এছাড়াও বড় আপডেট রয়েছে উত্তরের পার্বত্য অঞ্চল নিয়েও। দার্জিলিং,কালিংপং-এর মতো পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে আজ বিকেল থেকেই ফিরবে শীত। আর পারদ পতনের সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকেই। পশ্চিমের জেলা গুলি সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সব জায়গাতেই এই মুহূর্তে রাতের তাপমাত্রা কোথাও ৩ কোথাও ২ ডিগ্রি বেশি।
কোথাও কোথাও ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যেই তাপমাত্রা স্বাভাবিক বা তারও সামান্য নিচে নামার সম্ভাবনা দেখা যাচ্ছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে নদিয়া-মুর্শিদাবাদ জেলায় সকালে ঘন কুয়াশার সতর্ক বার্তা জারি করা হয়েছে। এছাড়া বাকি দক্ষিণবঙ্গে জুড়ে সকালে হালকা বা মাঝারি কুয়াশা থাকবে। তবে দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টির কোনো সম্ভবনা নেই।
আরও পড়ুন: একগাদা টাকা খরচ নয়, এবার মাত্র ১০০ টাকায় থাকতে পারবেন দার্জিলিংয়ে!
বৃহস্পতিবার পার্বত্য উত্তরবঙ্গের ওপর দিয়ে পাস করবে পশ্চিমীঝঞ্ঝা। ফলে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং-কালিম্পং এলাকায়। শহর কলকাতার আজকের তাপমাত্রা রয়েছে ১৭.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।