Papiya Paul

চর্মরোগের কারনে নষ্ট হয়ে গেছিল মুখ, শুনেছেন একাধিক ট্রোল, সুস্থ হয়ে ফের কামব্যাক করলেন ইয়ামি গৌতম

বলিউডের সুন্দরী অভিনেত্রীদের তালিকায় তার নাম প্রথম দিকেই আছে। তিনি হলেন ইয়ামি গৌতম। বিজ্ঞাপনের মাধ্যমে বলিউডে অভিষেক করেন এই অভিনেত্রী। ফেয়ারনেস ক্রিমের তার বিজ্ঞাপন চোখে পড়েনি এমন মানুষের সংখ্যা খুবই কম। বহুদিন এই ফেয়ারনেস ক্রিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন ইয়ামি গৌতম।

   

সমস্ত বিজ্ঞাপনে তার ছবি জ্বলজ্বল করত। এই ক্রিম মেখে ফর্সা হতে চাইতেন বহু মানুষ। কিন্তু এই ইয়ামি নিজেই ত্বকের সমস্যায় একসময় জর্জরিত ছিলেন। তিনি নিজেই একটি সাক্ষাৎকারে এই বিষয়ে মন্তব্য করেছেন। এমনকি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছিলেন। কেরাটোসিস পাইলারিস নামক একটি চর্মরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।

মূলত কেরাটিন ও প্রোটিনের ব্যালেন্সের ফারাকের কারণে এই সমস্যা দেখা দেয়। এই কেরাটিন প্রোটিন ক্ষতিকর পদার্থ থেকে ত্বককে রক্ষা করে। এই প্রোটিন তৈরি সময় হেয়ার ফলিকলের ওপেন পোর্স বন্ধ হয়ে যায় এবং শুরু হয় সমস্যা। শরীরে এবং মুখে দেখা যায় প্যাচ, ব্রণ। এই রোগে দীর্ঘদিন ভুগছিলেন ইয়ামি গৌতম। অভিনেত্রী জানিয়েছেন ওই অবস্থায় তাকে ট্রোল এর সম্মুখীন হতে হয়েছিল।

এমনকি তাকে দেখে অনেক মেকআপ আর্টিস্ট নাকি হতাশ হয়েছিলেন এমন মন্তব্যও শুনতে পান অভিনেত্রী। সব শোনার পর তার আত্মবিশ্বাস ভেঙে গিয়েছিল। তিনি বহু দিন কষ্ট পেয়েছিলেন। তবে সে সব এখন অতীত। সেই রোগ থেকে মুক্তি পেয়েছেন ইয়ামি এবং ট্রোলের উপযুক্ত জবাব দিতে পেরেছেন। উল্লেখ্য, এই বছরে তিনি গোপনে বিয়ে করেন পরিচালক আদিত্য ধরকে। এখন বেশ কিছু ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।