নিউজশর্ট ডেস্কঃ শুধু অর্থ উপার্জন নয়, এই অর্থ সঠিক জায়গায় সঞ্চয় করাও ভীষণ প্রয়োজন। এমন জায়গায় অর্থ বিনিয়োগ করা দরকার যেখান থেকে মোটা টাকা রিটার্ন পাওয়া যায়। ইতিমধ্যে সরকার সাধারণ মানুষের কথা ভেবে বেশকিছু সঞ্চয় প্রকল্প চালু করেছে। যেগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম(Mahila Samman Savings Certificate)। এই স্কিম মহিলাদের কথা ভেবে শুরু করা হয়েছিল।
এই স্কিমে একজন মহিলা দু’বছরের জন্য টাকা জমা রাখতে পারবেন এবং তারপরে মিলবে মোটা টাকা রিটার্ন। এই স্কিমে এখন ৭.৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। আপনি যদি এই স্কিমে ৫০০০০ হাজার, ১ লক্ষ কিংবা ২ লক্ষ টাকা জমা রাখেন তাহলে কত টাকা রিটার্ন পাবেন সেই হিসাব আপনাদেরকে জানানো হলো। তবে মনে রাখবেন এই স্কিমে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখা যেতে পারে।
বর্তমান সময়ের হিসাব অনুযায়ী, যদি কেউ এই স্কিমে ৫০ হাজার টাকা রাখেন, তাহলে ৭.৫ শতাংশ হারে সুদে তিনি পাবেন ৮০১১ টাকা। অর্থাৎ দু’বছর পর তার হাতে আসবে ৫৮, ০১১ টাকা। আবার যদি এক লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে ম্যাচুরিটির পর পাবেন ১,১৬,০২২ টাকা। আবার দু লক্ষ টাকা ইনভেস্ট করলে সুদ হিসেবে পাবেন ২,৩২,০৪৪ টাকা। এই স্কিমটি যেকোনো ব্যাংকে বা পোস্ট অফিসে গিয়ে মহিলারা খুলতে পারবেন।
আরও পড়ুন: আধার, ভোটার সব অতীত! এখন শুধু এই নথি থাকলেই হবে কেল্লাফতে
আবার নাবালিকদের ক্ষেত্রে অভিভাবকেরা এই অ্যাকাউন্ট খুলতে পারেন। এই অ্যাকাউন্ট খোলার সময় ফর্ম এক ফিলাপ করতে হবে। এর সাথে কেওয়াইসি ডকুমেন্ট যেমন আধার কার্ড, প্যান কার্ড ও ছবি জমা দিতে হবে। ২০২৫ সাল পর্যন্ত এই স্কিমের সুবিধা নেওয়া যাবে। আর কেউ যদি ম্যাচুরিটির আগে টাকা তুলে নিতে চান।
আরও পড়ুন: যাত্রীদের সুরক্ষিতভাবে পৌঁছে দেন গন্তব্যে, কিভাবে মেলে লোকো পাইলটের চাকরি, বেতন কত?
তাহলে এক বছর পর টাকা তুলতে পারবেন এই এক বছরে আপনি আপনার টাকার ৪০ শতাংশ তুলে নিতে পারবেন। এছাড়া এই সময় অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে বা অসুস্থ হয়ে পড়লে ছয় মাস পর এই একাউন্ট বন্ধ করা যাবে। তখন সুদের হার ২% কমিয়ে দেওয়া হবে।