Darjeeling

Darjeeling: একগাদা খরচ নয়, এবার মাত্র ১৯৭ টাকায় পৌঁছে যাবেন দার্জিলিং! NBSTC-র স্পেশ্যাল অফার

নিউজশর্ট ডেস্কঃ পর্যটকদের কাছে দার্জিলিং-র(Darjeeling) জনপ্রিয়তা সবসময় বেশি। প্রতিবছর এখানে বিভিন্ন জায়গা থেকে কয়েক লক্ষ পর্যটক ঘুরতে আসেন। পাহাড়ে ঘুরতে গেলে মন এমনিতেই ভালো হয়ে যায়। কিন্তু খরচের কথা চিন্তা ভাবনা করে অনেকেই প্ল্যান ক্যানসেল করে দেন। তবে আপনি যদি এখন দার্জিলিং যাওয়ার প্ল্যান করে থাকেন। তাহলে আপনার জন্য রয়েছে একটি দুর্দান্ত খবর।

এখন আর দার্জিলিং যাবার জন্য প্রচুর প্রচুর টাকা খরচ করতে হবে না। মাত্র ১৯৭ টাকা খরচ করে এবার খুব সহজেই পৌঁছে যেতে পারবেন দার্জিলিং। নিশ্চয় শুনে অবাক হচ্ছেন। তবে এই ঘটনাটি একেবারেই সত্য। যেকোনো মরসুমেই বহু মানুষ দার্জিলিংয়ে ঘুরতে বেরিয়ে পড়েন। অফিসের ক্লান্তি, চিন্তা সমস্ত কিছু দূরে ফেলে একটু শান্তির খোঁজে পাহাড়ে ঘুরতে বের হতে চান বহু মানুষই।

এমনিতেই বাঙালির অন্যতম পছন্দের ডেস্টিনেশন এই পাহাড়। তবে এবার আর বেশি টাকা খরচ করতে হবে না। মাত্র ১৯৭ টাকা খরচ করে ঘুরতে যাওয়ার সুযোগ করে দিচ্ছে NBSTC। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম মালদা ও ফারাক্কা ডিপোতে দুটো নতুন বাস পরিষেবা চালু করেছে। এই দুটো পরিবেশবান্ধব বাস শিলিগুড়ি রুটে চলাচল করে থাকে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের মালদার ডিপোতে প্রথমবার বিএস ৬ পরিবেশ বান্ধব বাস পাচ্ছে।

Darjeeling

আরও পড়ুন: Darjeeling: এক কাপ চা আর নিস্তব্ধ পরিবেশ, ১২০০ টাকায় ঘুরে আসুন এই অজানা পাহাড়ি গ্রামে, ভুলবেন দার্জিলিংকে

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বোর্ড সদস্য চাঁদ মোহাম্মদ সহ মালদাহ ও ফরাক্কা ডিপোর দায়িত্বে থাকা অন্যান্য গুরুত্বপূর্ণ আধিকারিকেরা। এদিন চাঁদ মোহাম্মদ বলেছেন যে জোড়া বাস পরিষেবা চালু করা হচ্ছে, একটি ফারাক্কা থেকে আর অন্যটি মালদা এবং শিলিগুড়ি থেকে। আধুনিক এই বাসগুলো পরিবেশবান্ধব এবং যাত্রীরা এই বাস যাত্রায় স্বাচ্ছন্দবোধ করবেন।

কবে থেকে এই বাসগুলো ছাড়বে এবং কখন ছাড়বে? NBSTC সূত্র মারফত জানা গিয়েছে, প্রত্যেকদিন ভোর পাঁচটায় মালদহ ডিপো থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে এই বাস ছাড়বে। আর শিলিগুড়ি গিয়ে পৌঁছবে দুপুর ১২:০০ টায়। আবার অন্যদিকে ফারাক্কা ডিপো থেকে ভোর সাড়ে পাঁচটায় আরেকটি বাস ছাড়বে শিলিগুড়ির উদ্দেশ্যে। পরের দিন আবার ফারাক্কার উদ্দেশ্যে সেই বাস ছাড়বে। জানা গিয়েছে এই বাস ভাড়া অনেকটাই কম হবে।

Papiya Paul

X