you can travel this offbeat place in odisha

একঘেয়ে দীঘা নয়, স্বাধীনতা দিবসের উইকেন্ডে ঘুরে আসুন নিরিবিলি এই সমুদ্র সৈকতে, চাইবেন না ফিরতে

নিউজশর্ট ডেস্কঃ বাঙালী বরাবরই ভ্রমণ(Travel) প্রিয়, কয়েকদিনের ছুটি পেলেই ঘুরতে বেরিয়ে আসার জন্য মন আনচান করে বাঙালির। পাহাড়, নদী, সমুদ্র, জঙ্গল সবকিছুই বাঙালির বড় প্রিয়। তাই অফিসে এবং কাজের ফাঁকে ছুটি মিললেই দিঘা(Digha)-পুরি(Puri)কিংবা দার্জিলিং-(Darjeeling)এ যেতে পছন্দ করেন তারা। এই একই জায়গায় গিয়ে বোরিং হয়ে গেছেন মানুষ। নিত্যনতুন জায়গার সন্ধানে গুগলে সার্চ করছেন নেটজনতা।

.আজকের প্রতিবেদনে এমনই এক সুন্দর জায়গার কথা আপনাদেরকে জানাবো যার প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মন মুগ্ধ হয়ে যাবে আপনার। আপনি যদি পাহাড়, হ্রদ, সমুদ্র তিনটি একসঙ্গে উপভোগ করতে চান তাহলে ঘুরে আসতে পারেন গোপালপুর(Gopalpur Sea Beach)থেকে। এর জন্য আপনাকে ওড়িশাতে(Odisha) যেতে হবে। এটি ওড়িশার গঞ্জাম জেলার ব্রহ্মপুর স্টেশন থেকে অটো বা গাড়ি করে মাত্র ৩০ মিনিটের মধ্যে এই জায়গায় পৌঁছে যাওয়া যাবে।

এখানের সমুদ্রের অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাবেন আপনি। হোটেলের ব্যালকনিতে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যেতে পারে। এখানেও সমুদ্র সৈকত আছে তবে দীঘা-পুরীর মত এত ভিড় নয়। এখানে মানুষের আনাগোনা কম তাই নিরিবিলিতে বেশ কয়েকটি দিন ছুটি কাটিয়ে নিতে পারেন। এখানে বেশ কিছু সাইটসিঙের জায়গা রয়েছে যার জন্য গাড়ি ভাড়া করে ভোরবেলায় বেরিয়ে পড়তে পারেন।

সতীর ৫১ পীঠের অন্যতম তাড়াতাড়িনীর মন্দির রয়েছে এখানে, এরপর পাবেন রম্ভা, এটি চিলকা হ্রদের একটি অংশ। এর পাশে আবার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পূর্বঘাট পর্বতমালা। এরপর পৌঁছে যাবেন ব্রেকফাস্ট আইল্যান্ড। বিপুল জলরাশির মধ্যে এক টুকরো কংক্রিটের ঘরকে বলা হয় ব্রেকফাস্ট আইল্যান্ড।

কিভাবে পৌছবেন এই গোপালপুরে?
দক্ষিণ ভারতগামী যে কোন একটা ট্রেনে উঠে ব্রহ্মপুর স্টেশনে নামতে হবে। এরপর সেখান থেকে অটো বা ব্যক্তিগত গাড়ি ভাড়া করে গোপালপুর পৌঁছে যাওয়া যাবে। এখানে প্রচুর হোটেল বা রিসোর্ট রয়েছে। থাকারও কোনো অসুবিধা নেই।

Avatar

Papiya Paul

X