কিং কোবরা,মৃত্যুর সাথে লড়াই,ভাইরাল ভিডিও,বোকা যুবক,King kobra,Fight with death,Viral Video,Fool Young man

একসঙ্গে তিন কিং কোবরার সঙ্গে মজা! হাতেনাতে সাজা পেলেন যুবক, এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, রইল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় প্রত্যহ কিছু না কিছু বৈচিত্র্যে ভরা ভিডিও, ছবি আমাদের সামনে আসতেই থাকে। আজকাল প্রতিটি ছোট জিনিস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, তা সে কারও ভিডিও হোক বা সুন্দর ছবি। নিত্যদিন ভাইরাল হওয়া এই পোস্ট গুলি দেখে কখনও আমাদের আনন্দ হয় তো কখনও বা হয় মন ভার। বিভিন্ন রকম ফুল, পোকা মাকড়, প্রাণী ইত্যাদির ছবিও ঘুরতে থাকে সোশ্যাল মিডিয়ার দরবারে। এমন পরিস্থিতিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে, যাতে এক ব্যক্তিকে দেখা যায় কিং কোবরার সঙ্গে খেলতে!

বিষধর ওই ভয়ংকর সাপের সাথে খেলা করার সময় ছেলেটি জানতোনা যে, কোবরার সাথে খেলতে গিয়ে নিজের জন্য কী সমস্যা তৈরি করছে সে। পরবর্তীতে তাকে ভর্ত্তি করতে হয় হাসপাতালে। কিন্তু কী ঘটেছিল সেদিন? চলুন বিস্তারিত ভাবে জেনে নিই ‘কিং কোবরা’র সাথে খেলতে গিয়ে কিরকম ভয়াবহ পরিণতি হলো তার!

‘কিং কোবরা’ পৃথিবীর অত্যন্ত বিষাক্ত সাপের মধ্যে অন্যতম। ‘কিং কোবরা’র বিষ এতটাই প্রাণঘাতী যে মানুষের চোখে পড়লে তার দৃষ্টিশক্তি চিরতরে হারিয়ে যেতে পারে, অন্যদিকে তার দংশনে মুহূর্তের মধ্যে মৃত্যু ঘটবে যে কারোর। কিন্তু এর পরেও কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত হওয়ার জন্য ঝুঁকি নিতে দ্বিধাবোধ করেন না। এভাবেই চরম দুঃসাহসিকতা দেখাতে গিয়ে ছেলেটি একটি ‘কিং কোবরা’ নিয়ে খেলতে শুরু করে। শুধু তাই নয়, এই ঘটনার সময় ছেলেটি একটি ভিডিও বানিয়েছিলো, যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ভাইরাল।

ভিডিওতে দেখা যাচ্ছে যে, ছেলেটি তিনটি কোবরা সাপের সামনে বসে আছে এবং তাদের মধ্যে একটি সাপের লেজ ধরে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ছেলেটি বাতাসে হাত নাড়ায়, দেখে সাপগুলোও ঘাড় নাড়তে শুরু করে। কিন্তু এর মধ্যেই একটি সাপ লাফিয়ে উঠে ছেলেটিকে আক্রমণ করে এবং তার হাঁটুতে কামড় দেয়, তারপরে ছেলেটি ঝাঁকুনি দিয়ে সাপটিকে নিজের থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এই ১৯ মিনিটের ভিডিওতে ওই ছেলেটির নির্বুদ্ধিতার পরিচয় পাবেন আর দেখতে পাবেন কিং কোবরার বিপজ্জনক রূপ।

এখনো পর্যন্ত ওই ভাইরাল ভিডিওটি ৫ লাখেরও বেশি মানুষ দেখেছেন, এবং এই সংখ্যা প্রতিমুহূর্তে বেড়েই চলেছে। যদিও ইতিমধ্যে সাপের কামড় থেকে প্রাণ বাঁচাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই যুবককে।

তবে সাপের সঙ্গে খেলতে যাওয়া ওই যুবকের ছবি ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে ইন্টারনেটে। এমন পরিস্থিতিতে এই ভিডিওটি সেই সমস্ত মানুষের জন্য খুবই শিক্ষণীয়, যারা সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত হওয়ার জন্য নিজের জীবনেরও পরোয়া করেন না। সাপ এমনই একটি বিপজ্জনক প্রাণী, যার বিষ রক্তে মিশে গেলে সাথে সাথে মৃত্যু হয়। তবে ছেলেটির ভাগ্য ভালো যে চিকিৎসার পর সে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে।

Avatar

Moumita

X