Neem Phooler Madhu

anita

Neem Phooler Madhu: ছুটছে পিকলু, বাথরুমের বাইরে অজ্ঞান হওয়ার জোগাড় সৃজনের, দত্তবাড়িতে কি কান্ড?

নিউজ শর্ট ডেস্ক: সেই কি কাণ্ড! সক্কাল বেলায় বাথরুমে যাওয়া নিয়ে দত্ত বাড়িতে একেবারে হুলস্থূল কান্ড। সাতসকালে ঘুম থেকে উঠেই একই সাথে শৌচকর্ম সারতে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে বাংলা সিরিয়ালের অনস্ক্রিন শ্যালক-জামাইবাবু।

   

এখানে কথা হচ্ছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’র (Neem Phooler Madhu) প্রধান নায়ক সৃজন (Srijan) অভিনেতা রুবেল দাস (Rubel Das) এবং তার অনস্ক্রিন শ্যালক অর্থাৎ পিকলু (Piklu) অভিনেতা ঋষভ চক্রবর্তীকে (Rishav Chakraborty) নিয়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁদের একটি ভিডিও ভাইরাল হয়েছে .

সেখানে দেখা যাচ্ছে সাত সকালেই শৌচকর্ম সারার জন্য দৌড়ে এসে সৃজনের আগেই শৌচালায় ঢুকে পড়েছে পিকলু অভিনেতা ঋষভ। মুখে ব্রাশ গুঁজে প্রায় একই সঙ্গে এসে পড়ে সৃজন।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,নীম ফুলের মধু,Neem Phooler Madhu,সৃজন,Srijan,রুবেল দাস,Rubel Das,পিকলু,Piklu,ঋষভ চক্রবর্তী,Rishav Chakraborty,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

কিন্তু পিকলু আগে ঢুকে পড়ায় বাথরুমের দরজার বাইরে কোন রকমে বেগ চেপে কখনও নাচানাচি করে আবার কখনও টেরে বেঁকে দাঁড়িয়ে রয়েছেন সৃজন অভিনেতা রুবেল।এরপর দেখা যায় পিকলু বাথরুমের দরজা খুললেই যাওয়ার জন্য প্রস্তুত সৃজন। কিন্তু দুর্গন্ধের চটে বাথরুমে যাওয়ার আগেই দরজার বাইরে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয় তার। 

আরও পড়ুন: উচ্চমাধ্যমিক ফেল! পছন্দের পেশাকে জলাঞ্জলি দিয়ে কিভাবে অভিনয়ে আসলেন তোমাদের রাণীর দুর্জয়?

তবে সৃজন আর পিকলুর এদিনের  এই বাথরুম যুদ্ধের ভিডিও ইতিমধ্যেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে ভিডিওটি  নেহাত মজার ছলেই  তৈরি। যা দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা। এদিন হাসি চাপতে পারেননি ঋষভ-রুবেলের এই সিরিয়ালের আরও একজন  সহ অভিনেতা। তিনি হলেন দত্তবাড়ির ছেলে চয়ন অভিনেতা উদয় প্রতাপ সিং।

ভিডিওতে কমেন্ট করে তিনি লিখেছেন ‘হাহাহা খুব ভালো।’ সকলেই জানেন বিগত কয়েকদিন ধরে সিরিয়ালে দেখা যাচ্ছে না তাঁকে। তাই উদয় এদিন সবাইকে মিস করার কথাও জানিয়েছেন। কমেন্ট করেছেন রুবেলের রিয়েল লাইফ প্রেমিকা শ্বেতাও।