Mithai Serial

Moumita

শুধু বাঙালীদের মন জয় নয়, বিদেশিদের মন জিতেছে ‘সিধাই’, বিদেশেও রমরমিয়ে চলছে মিঠাই!

দু’দুটো বছর পেরিয়ে গেলেও মিঠাইয়ের (Mithai) জনপ্রিয়তা আজও একই রয়ে গেছে। না ঐ জনপ্রিয়তা কেউ ছুঁতে পেরেছে, আর না পেরেছে ঐ জনপ্রিয়তাকে ছাড়িয়ে যেতে। যার ফলে মাঝে টিআরপি (TRP) কমলেও ধারাবাহিকটি (Bengali Serial) বন্ধ করতে পারেনি নির্মাতারা। জেনে অবাক হবেন যে, আজ মিঠাইয়ের জনপ্রিয়তা কেবল বাংলাতেই সীমাবদ্ধ নেই, পৌঁছে গেছে বিদেশেও (Abroad)।

   

আসলে মোদক পরিবারের বন্ধনই বলুন বা সিরিয়ালের গল্প, সবকিছুই এত সুন্দর যে বাংলার বাইরে গোটা দেশে ছড়িয়ে পড়েছে ধারাবাহিকটি। হিন্দি, তেলেগু, তামিল, ওড়িশা ইত্যাদি ভাষায় ডাবিং তো বটেই, অনেক জায়গায় আবার সিরিয়ালটির রিমেক অবধি হচ্ছে। আর সম্প্রতি আরো একটা নতুন মুকুট জুড়েছে মিঠাইয়ের মুকুটে।

সূত্রের খবর, সিরিয়ালটি নাকি বর্তমানে আফ্রিকাতেও সম্প্রচারিত হচ্ছে। আসলে ডাবিং এবং সাবটাইটেলের জুগে মানুষ এখন দেশি বিদেশি সব ধরণের কন্টেন্ট দেখতে পছন্দ করেন। এইভাবে, আফ্রিকাতেও বেড়েছে বাংলা ধারাবাহিকের জনপ্রিয়তা। আফ্রিকান ভাষাতেও সম্প্রচারিত হচ্ছে মিঠাই।

দেশের মাটিতে সাফল্যের পর মিঠাই এখন বিদেশেও রমরমিয়ে চলছে। আর সম্প্রতি এক মিঠাই ভক্ত এই খবরটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। মিঠাই ভক্তদের কাছে এই খবরটা যে কতটা আনন্দের তা বোধহয় আর বলে বোঝানোর দরকার নেই।

টলিউড,বিনোদন,গসিপ,ধারাবাহিক,টেলিভিশন,মিঠাই,আফ্রিকা,বিদেশ,জনপ্রিয়তা,Tollywood,Entertainment,Gossip,Bengali Serial,Television,Mithai,Africa,Abroad,Popularity

অবশ্য যে ধারাবাহিক টানা ৫৪ বার বেঙ্গল টপার হয়েছে তার জনপ্রিয়তায় সন্দেহ তোলার কোনো জায়গাই নেই। যদিও মাঝে খানিক ভাঁটা পড়েছিল তবে এখন আবার সেই গৌরব ফিরে এসেছে। দিন দিন বাড়ছে টিআরপি। সেই সঙ্গে বাড়ছে দর্শকদের ভালোবাসাও।