Zee Bangla

Moumita

জি বাংলার পর্দায় আসছে নতুন সিরিয়াল, এবার TRP-তে বড়োসড়ো ধামাকা করবে ‘ফুলকি’

বেশকিছুদিন আগেই খবর মিলেছিল, জি বাংলার (Zee Bangla) পর্দায় আসতে চলেছে নতুন সিরিয়াল ‘ফুলকি’ (Fulki)। ইতিমধ্যে ধারাবাহিকের প্রোমো অবধি শুটিং হয়ে গেছে বলে খবর। আর এবার সামনে এল ধারাবাহিকের (Bengali Serial) ফার্স্ট লুক। তারসাথে এটাও জানা গেছে, কেন্দ্রীয় দেখা যাবে এক নবাগতা অভিনেত্রীকে।

   

পাশাপাশি খবর, এই ধারাবাহিকে নায়কের চরিত্রে দেখা যাবে সোমরাজ মাইতি। মূলত বক্সিংকে কেন্দ্র করেই এই ধারাবাহিক। যদিও সম্প্রচারণের দিনক্ষণ সম্পর্কে কোনো খবর এখনও পাওয়া যায়নি। তবে অধিকাংশ নেটিজেনদের ধারণা, এবার নাকি বন্ধ হতে চলেছে সকলের প্রিয় ‘মিঠাই’।

আর তাতেই বেজায় ক্ষুব্ধ হয়েছে সৌমিতৃষা আর আদৃতের ভক্তরা। ‘মিঠাই’ (Mithai) ভক্তদের ধারণা, ‘২+ টিআরপিও কপালে জুটবে না ফুলকির (Fulki)।’ যদিও ধারাবাহিকের গল্প বেশ খানিকটা ইউনিক। এর আগে একটি প্রোমো (Promo) শ্যুটের ছবি ভাইরাল হয়েছিল যেখানে দেখা গেছিল, হাতে গ্লাভস পরে দাঁড়িয়ে আছে নায়ক মাঠে।

আর সম্প্রতি যে প্রোমোটি ভাইরাল হয়েছে, তাতে দেখানো হয়েছে, গল্পের নায়িকা মেয়ে হয়ে বক্সিংয়ে টক্কর দেয় ছেলেদের। যদিও তার হাঁপানির সমস্যাও রয়েছে। তবে তার মায়ের ডায়ালাইসিস করার জন্য তাকে এটা করতেই হবে। কারণ এই কম্পিটিশনে প্রাইজ মানি রয়েছে ১০ হাজার টাকা।

এদিকে মিঠাই পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাস গুজব বলে উড়িয়ে দিয়েছেন মিঠাই বন্ধ হওয়ার খবর। তিনি বলেছেন, ‘আপনাদের মতো আমিও শুনছি মিঠাই নাকি শেষ হচ্ছে। এক বছর ধরে আমি এটাই শুনছি। গত বছরও যখন মাঝে টিআরপি একটু ডাউন ছিল, তখন আমাকে অনেকে এই প্রশ্ন করেছে। আমি তো চ্যানেলের কেউ নই, আমি পরিচালক। যতক্ষণ না পর্যন্ত চ্যানেলের তরফে আমাকে জানানো হচ্ছে ততক্ষণ আমি কিছু জানি না।’

তিনি আরো বলেন, ‘একটা কথা তো ঠিক, একটা সিরিয়াল শুরু হলে শেষ তো হবেই, তবে সেটা কবে হবে আমি জানি না। রানি রাসমণিও শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে করে সাড়ে তিন বছর চলল। এটাও এক বছর বন্ধ হবে হবে করে চলছে। টাইম স্লট চেঞ্জের সময়ও এই গুজব রটেছিল। লোকজনের এখন নতুন সিরিয়াল লঞ্চ হলেই মনে হয় মিঠাই শেষ হবে।’