নিউজ শর্ট ডেস্ক: জল্পনাকে সত্যি করেই জি বাংলার (Zee Bangla) পর্দায় এসেই গেল লীনা গাঙ্গুলীর ম্যাজিক মোমেন্টসের নতুন ধারাবাহিকের প্রথম ঝলক। আগেই শোনা গিয়েছিল জি বাংলার আসন্ন ধারাবাহিকটি মূলত অলৌকিক কান্ড-কারখানার উপরেই তৈরি হতে চলেছে। আর এদিন ধারাবাহিকের প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই দেখা গেল সেই দৃশ্য। এই নতুন সিরিয়ালের প্রথম টিজারেই রূপান্তরকামী চরিত্রে নজর কেড়েছেন অভিনেতা কৌশিক চক্রবর্তী (Kaushik Chakraborty)।
যিনি ইতিপূর্বে একাধিক বাংলা সিরিয়ালে কখনও খল চরিত্র তো কখনও পজিটিভ চরিত্রে অভিনয় করেই মন জয় করে নিয়েছেন বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের। বিশেষ করে তাঁর অভিনীত কিরণমালার বাবার চরিত্র কিম্বা মিঠাই সিরিয়ালে নায়ক সিদ্ধার্থের বাবার চরিত্র বেশ জনপ্রিয় দর্শক মহলে। তবে এদিন নতুন ধারাবাহিক ‘অষ্টমী’র (Ashtami) প্রথম ঝলক দেখে সবচেয়ে বেশি খুশি হয়েছেন ছোটপর্দার পোখরাজ অভিনেতা সপ্তর্ষি মল্লিকের (Saptarshi Moulik) অনুরাগীরা।
সবে কদিন আগেই নতুন সিরিয়াল শুরুর খবরে সিলমোহর দিয়েছিলেন খোদ অভিনেতা নিজেই। আর এরই মধ্যে রবিবারের ছুটির দিনে জি বাংলার দর্শকরা যখন সোনার সংসার অ্যাওয়ার্ড অনুষ্ঠান দেখার আনন্দে মশগুল ছিলেন ঠিক তখনই চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে আনা হল এই নতুন সিরিয়ালের প্রথম ঝলক।
জল্পনাকে সত্যি করেই এই আসন্ন ধারাবাহিকে সপ্তর্ষির বিপরীতে জুটি বেঁধেছেন অভিনেত্রী ঋতব্রতা দে (Ritobrota Dey)। এই অভিনেত্রীকে দর্শক শেষবার দেখেছেন কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নায়িকা নাম্বার ওয়ান’-এ। তবে এদিন এই নতুন সিরিয়ালের প্রথম ঝলক দেখে দর্শকমহলে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
আরও পড়ুন: ‘ইন্ডাস্ট্রিতে পরম বন্ধু বলে কেউ নেই।’ ৫ দশক পার করে আফসোসের সুর বর্ষীয়ান অভিনেত্রীর গলায়
তাই কারও দাবি এই সিরিয়ালটিতে তারা ‘গৌরী এলো’র ঝলক দেখতে পেয়েছেন। বিশেষ করে রূপান্তরকামী মহিলার সাজে যিনি রয়েছেন তাকে গৌরী এলো’র শৈল মা’য়ের চরিত্রটির সাথে তুলনা করা করেছেন অনেকেই। তবে নিন্দুকরা যাই বলুক পোখরাজ ভক্তরা কিন্তু বেজায় খুশি তাদের হিরোকে নতুন রূপে দেখে।
তাছাড়া নতুন সিরিয়ালে নায়িকা অষ্টমীর লুকও বেশ পছন্দ হয়েছে দর্শকদের। এখন দেখার এই নতুন ধারাবাহিক আগামী দিনে কোন স্লটে জায়গা পায়? দর্শকের অনেকেই দাবি করছেন ইদানিং ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকের টিআরপি অনেকটাই তলানিতে ঠেকেছে। তাই এই সিরিয়ালের স্লট চেঞ্জ করে রাত দশটার স্লটে নিয়ে গিয়ে সন্ধ্যার স্লটে জায়গা দেওয়া হতে পারে এই নতুন ধারাবাহিকটিকে।