নিউজ শর্ট ডেস্ক: এইমুহুর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘ইচ্ছে পুতুল’ (Iccheputul)। এখন এই ধারাবাহিকের প্রতিটা পর্ব জুড়েই রয়েছে টানটান উত্তেজনা। গত পর্বেই দেখা গিয়েছে মেঘ (Megh) গিনিকে (Gini) রূপের (Rup) হাত থেকে বাঁচিয়ে ফিরিয়ে আনার পর থেকে গাঙ্গুলী বাড়ির প্রত্যেক সদস্যই ধন্য ধন্য করছে মেঘকে। সেইসাথে তারা বারবার নীল আর মেঘের ডিভোর্স আটকানোর চেষ্টা করে চলেছেন।
কিন্তু এই বিষয়টা একেবারেই পছন্দ করছে না মেঘ। তাই নীল মেঘকে মিথ্যে কথা বলে গাঙ্গুলী বাড়িতে নিয়ে যাওয়াই বেশ রেগে গিয়েছিল মেঘ। তাই এদিন মেঘ সবাইকে কড়া কথা শুনিয়ে উচিত শিক্ষা দিয়ে এসেছিল। তবে নীলের জীবনে না ফিরলেও রূপ সান্যালকে শাস্তি দিতে মেঘ এদিন আদালতে গিনির পাশেই দাঁড়িয়েছিল। গত পর্বেই দেখা গিয়েছে আদালতে হেয়ারিংয়ের সময় গিনি যখন ভয়ে সিঁটিয়েছিল তখন মেঘ গিয়েই তাকে সাহস যুগিয়েছে।
কিন্তু আশ্চর্যের বিষয় হল একসময় এই গিনিই মেঘের দিদি ময়ূরীর সাথে হাত মিলিয়ে তাকে নানাভাবে অপদস্থ করেছিল। আর সেই গিনির কাছেই এখন সবচেয়ে বড় আশ্রয়ের জায়গা হয়ে উঠেছে মেঘ। গত পর্বেই দেখা গিয়েছে রূপ আর তার মা শালিনী আদালত চত্বরে পৌঁছে পুলিশ ভ্যান থেকে নেমে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে ছিল মেঘ আর গিনির দিকে।
এবার আজকের পর্বেই দেখা যাবে পুলিশের তদন্তে গাফিলতির জন্যই আদালতে দোরগোড়ায় পৌঁছেও আপাতত জামিন পেয়ে যাবে রূপ। আর জামিন পেয়েই এদিন আদালতে দাঁড়িয়ে রূপ তার মায়ের সামনেই মেঘকে আবার বাজে বাজে কথা বলতে শুরু করবে। এখানেই শেষ নয়, নিজে বাঁচার জন্য রূপ আর তার মা শালিনী, বাড়ি গিয়েই রূপের বাবাকে মরিয়া হয়ে বোঝাতে থাকবে গিনি নাকি মানসিক রোগী।
সে নাকি নিজেই নিজের হাত পা কেটে রক্তাক্ত অবস্থায় অদ্ভুত ভাবে তাকিয়ে থাকত তাদের দিকে। কিন্তু রূপের বাবা একথা প্রথমে কিছুতেই বিশ্বাস করতে চাইবে না। প্রসঙ্গত বাস্তবে দুর্গাপুজো-কালীপুজো-ভাইফোঁটা কেটে গেলেও ইচ্ছে পুতুল সিরিয়ালে সবে শুরু হয়েছে দুর্গা পুজো। আজকের পর্বেই দেখা যাবে ষষ্ঠীর সকালে মেঘ তৈরি হচ্ছে পুজো মন্ডপে যাওয়ার জন্য। এমন সময় রূপ সান্যাল ফোন করেই তার মুডটাই পুরো নষ্ট করে দেবে।
এদিন রূপ মেঘকে ফোনেই শ্লীলতাহানির হুমকি দিয়ে বলবে ‘তুমি আমার লেজে পা দিয়েছো মেঘ। এবার আমি তোমার বাড়ি গিয়ে তোমার ঘরে ঢুকে তোমায় আদর করে আসবো।’ রূপের এমন নোংরা মন্তব্য জন্যে ‘শাট আপ’ বলেই জোরে চিৎকার করে উঠবে মেঘ।