নিউজশর্ট ডেস্কঃ ভারতের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল কোম্পানি হল Bajaj Pulsar। সম্প্রতি এই মোটরসাইকেল কোম্পানির তরফ থেকে পালসার এন ও এনএস রেঞ্জের গাড়িগুলোর ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল আপডেট রয়েছে। তবে আজকের এই প্রতিবেদনে আপকামিং Pulsar NS160 নিয়ে আপনাদেরকে জানাবো।
আজকের এই প্রতিবেদনে এই গাড়িতে কি কি ফিচার্স রয়েছে এবং অন রোড মূল্য কত পড়তে পারে সে সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি।
ফিচার্স: এই গাড়িতে ডিজাইন হার্ডওয়ার ও ইঞ্জিনে কোন পরিবর্তন ঘটানো হয়নি। আগের মতই এটিতেও একটি ১৬০.৩ সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এটি থেকে সর্বোচ্চ ১৭.০৩ বিএইচপি শক্তি এবং ১৪.৬ এনএম টর্ক পাওয়া যাবে। এর সাথেই আছে ৬-গতির গিয়ারবক্স। এর সাথেই এই বাইকে ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মোনোশক সাসপেনশন আছে। কিং সিস্টেম হিসেবে দু’চাকায় সিঙ্গেল ডিস্ক ইউনিট আছে। এই বাইকের সঙ্গে কড়া প্রতিযোগিতায় আছে TVS Apache RTR 160 4V ও Hero Xtreme 160R.
আরও পড়ুন: Hero: Hero-র প্যাশন নাকি এক্সট্রিম কোনটা কিনলে পয়সা বাঁচবে? কোনটার সুযোগ-সুবিধা বেশি?
Bajaj Pulsar NS160-এর অন-রোড দাম: হায়দ্রাবাদ – ১,৭৫,৩২০ টাকা, মুম্বাই – ১,৭৪,৩৭৪ টাকা, বেঙ্গালুরু – ১,৮৮,১৩১ টাকা
দিল্লী – ১,৭০,০০০ টাকা পুণে – ১,৭৪,৩৭৪ টাকা,কলকাতা – ১,৭১,৪৫৮ টাকা