নিউজশর্ট ডেস্কঃ দেশের সাধারণ নাগরিকদের সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফ থেকে নানা রকমের প্রকল্পের ঘোষনা করা হয়েছে। এর মধ্যে কয়েকটি জনপ্রিয় প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী জনধন যোজনা(Pradhan Mantri Jan Dhan Yojana) ইত্যাদি। এইগুলো ছাড়াও আরো বেশ কিছু প্রকল্প রয়েছে। যেগুলো দেশের নাগরিকদের সুবিধা কথা মাথায় রেখে তৈরি হয়েছে।
আজকের এই প্রতিবেদনে প্রধানমন্ত্রী জনধন যোজনা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো। প্রধানমন্ত্রী জন ধন যোজনা ২০১৪ সালের ২৮ আগস্ট চালু করেছিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। এই যোজনার মাধ্যমে রেমিট্যান্স, ক্রেডিট, বীমা, পেনশন, ব্যাংকিং, সেভিংস এবং আমানত একাউন্ট সহ বিভিন্ন আর্থিক পরিষেবাগুলোতে অ্যাক্সেস করা হয়। এই প্রকল্প সম্পর্কে ২০১৪ সালের ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবসের ভাষণে প্রথম ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী।
সুবিধা বঞ্চিত এবং নিম্ন আয়ের মানুষদের আর্থিক পরিষেবার সরবরাহ করা তাদের আর্থিক পণ্য এবং পরিষেবা গুলোতে সময় মত সাহায্য প্রদান করায় এই যোজনার লক্ষ্য। করোনার সময় ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন যে আগামী তিন মাসের জন্য প্রত্যেক মহিলা জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের প্রত্যেক মাসে ৫০০ টাকা করে দেওয়া হবে।
আরও পড়ুন: Government: রাজ্যের বেকার যুবকদের জন্য বড়সড় উদ্যোগ, এই প্রকল্পে কিভাবে করবেন আবেদন?
এই প্রকল্পের সুবিধা:
১) এই স্কিমটি শহর ও গ্রামীণ উভয় অঞ্চলকেই কভার করে থাকে এবং এর প্রত্যেকটি অ্যাকাউন্ট হোল্ডারকে একটি করে ডেবিট কার্ড দেওয়া হয়।
২) এই স্কিমের একটি অ্যাকাউন্ট খোলার জন্য কোন ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজন হয় না। শূন্য ব্যালেন্সে যেকোনো ব্যাংকের শাখা বা বিজনেস করেসপন্ডেন্ট আউটলেটে গিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবে।
৩) একটি ইউএসএসডি সুবিধা ব্যবহার করে মোবাইল ব্যাংকিং-এর সঙ্গে কোর ব্যাংকিং সিস্টেম প্রদান করবে। কল সেন্টারের একটি সুবিধা এবং একটি টোল ফ্রি নম্বর দেশব্যাপী রয়েছে।
৪) এছাড়া প্রত্যেকটি গ্রাহককে বেসিক ব্যাংকিং একাউন্টের সঙ্গে একটি ডেবিট কার্ড সহ দুর্ঘটনা বীমা দেওয়া হয়।
৫) আধার সংযুক্ত অ্যাকাউন্ট গুলোর জন্য ৫০০০ ওভার ড্রাফট সুবিধার পাশাপাশি একটি RuPay ডেবিট কার্ড প্রদান করা হয়ে থাকে। এটি ১ লক্ষ টাকার দুর্ঘটনা বীমা কভার করে।