নিউজশর্ট ডেস্কঃ ভারতীয় নাগরিক হিসাবে আধার কার্ডের(Aadhaar Card) গুরুত্ব সবথেকে বেশি। তবে এবার আধার কার্ড নিয়ে কিছুদিন আগে থেকেই বড়সড়ো ঘোষণা করা হয়েছে। আর মাত্র কয়েকদিন পর থেকে বিনামূল্যে আধার কার্ড আপডেট পরিষেবা বন্ধ হয়ে যাবে। বিনামূল্যে আধার কার্ড আপডেট করার শেষ তারিখ নির্ধারিত হয়েছে ১৪ ই মার্চ।
আধার কার্ডে কোন রকমের ভুল থাকলে ১৪ই মার্চের মধ্যে বিনামূল্যে সংশোধন করা যাবে। এক্ষেত্রে বাড়িতে বসে অনলাইনে আধার কার্ড আপডেট করা যায়। আবার আপনি চাইলে অফলাইনেও নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে আপডেট করতে পারেন। তবে মনে করে রাখবেন আধার কার্ড আপডেট করা একান্ত প্রয়োজন।
অনলাইনে কিভাবে আধার কার্ড আপডেট করবেন সেই পদ্ধতি জেনে নিন?
- এর জন্য প্রথমে এই https://myaadhaar.uidai.gov.in/ ওয়েবসাইটে ভিজিট করুন।
- তারপর রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা OTP আসবে।
- সেই ওটিপি দিলে একটি নতুন পেজ খুলে যাবে।
- এরপর এখানে আপনার আধার সংক্রান্ত যাবতীয় তথ্য মিলিয়ে নিতে পারেন।
- যদি কোনও তথ্য ভুল থাকে তাহলে নিচে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করতে হবে।
- এরপরে যে তথ্য আপডেট করতে চান সেখানে ক্লিক করে তার স্বপক্ষে উপযুক্ত নথি জমা দিতে হবে।
- তবে এই ফাইলের সাইজ 2MB-র কম যাতে হয় এবং এটি যেন JPEG. PNG অথবা PDF ফরম্যাটে হয়।
- তারপর সমস্ত তথ্য যাচাই করে সাবমিট অপশনে ক্লিক করুন।
আধার কার্ডে যদি জন্ম তারিখ ভুল থাকে কিংবা ঠিকানা ভুল থাকে। সেটি ও বাড়িতে বসে কোনরকম টাকা খরচ না করে অনলাইনে আপডেট করা যাবে। এক্ষেত্রে আধার ওয়েবসাইট ছাড়াও mAadhaar app-এ গিয়ে আপডেট করতে পারবেন আর যারা অনলাইন পদ্ধতিতে করতে পারবেন না তারা সেক্ষেত্রে অফলাইনে কাজটা করতে পারেন।
অফলাইনে কিভাবে আধার কার্ড আপডেট করা যাবে?
- প্রথমে এই https://bhuvan.nrsc.gov.in/ ওয়েবসাইটে ভিজিট করুন।
- এরপর সেখান থেকে নিকটবর্তী সেন্টার খুঁজে নিতে পারেন।
- অথবা আপনার পিন দিয়েও সার্চ করতে পারেন।
- সেখানে গিয়ে আধার আপডেটের জন্য প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
- তবে এর জন্য আপনাকে ৫০ টাকা চার্জ দিতে হবে।
অনলাইনে কিভাবে আপনি ই-আধার ডাউনলোড করবেন?
এক্ষেত্রে উপরোক্ত ওয়েবসাইটে ২৮ ডিজিটের আপনার এনরোলমেন্ট নম্বর পুরো নাম পিন কোড দিতে হবে এরপরে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর একটি ওটিপি আসবে সেটি জমা দিলেই আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। এর পাশাপাশি ১২ ডিজিটের আধার নম্বর দিয়েও ই আধার কার্ড ডাউনলোড করা যাবে।