Digha

Digha: ভুলেও এখন যাবেন না দীঘা! নতুন সমস্যার মুখে পর্যটকেরা, চিন্তায় পড়েছে প্রশাসনও

নিউজশর্ট ডেস্কঃ বাংলার মানুষদের কাছে এক অন্যতম পছন্দের ভ্রমণ ডেস্টিনেশন দীঘা(Digha)। অল্প সময়ের জন্য ছুটি পেলেই ব্যাগপত্তর গুছিয়ে দীঘায় বেরিয়ে পড়েন ভ্রমণ প্রিয় বাঙালিরা। তবে শুধু বাঙালি বললে ভুল হবে, এখন বিদেশের অন্যান্য জায়গা থেকেও বহু পর্যটক দিঘায় ঘুরতে আসেন।

আর এই পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে রাজ্য প্রশাসনের তরফ থেকে নানা রকমের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে এরপরও বড় সমস্যায় পড়তে হয় পর্যটকদের। প্রশাসনের তরফ থেকে পর্যটকদের ওপর খেয়াল রাখা সত্বেও নানারকম সমস্যায় জর্জরিত দিঘার সমুদ্র সৈকত।

আর এবারের সমস্যা হল বিষাক্ত ধোয়ার। এই বিষাক্ত ধোয়ার ফলে অতিষ্ঠ হয়ে পড়েছে পর্যটকেরা। পরিবেশ দূষণের সঙ্গে সঙ্গে জনজীবন ও দূষণ হচ্ছে। প্রতিনিয়ত দিঘার চারপাশে জমে থাকা নোংরা আবর্জনা থেকেই এই ধোঁয়া সৃষ্টি হচ্ছে। প্লাস্টিক জাতীয় নানারকমের বর্জপদার্থ  চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেগুলোতে আগুন দেওয়ার ফলে সেই ধোঁয়া চারিদিকে মিশে পরিবেশ দূষণের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষেরও শারীরিক ক্ষতি করছে।

Digha

আরও পড়ুন: Digha: এবার দীঘাতেই মিলবে গোয়ার আনন্দ! পর্যটকদের খরচ কমাতে দোলের আগেই বড়সড় সিদ্ধান্ত

দীর্ঘদিন ধরে এই একই সমস্যায় পড়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন সাধারণ মানুষ থেকে আমজনতা। কিন্তু এখনো কোনো রকমের সুরাহা হয়নি। রিপোর্ট বলছে,  প্রতিনিয়ত টন টন জঞ্জাল এই দীঘা সমুদ্র সৈকতের চারপাশে জমা হতে থাকে। আর এইসব আবর্জনাকে আগুন লাগানোর ফলে ধোঁয়াতে পুরো এলাকা ঢেকে যাচ্ছে। তবে এবার শোনা যাচ্ছে খুব শীঘ্রই এই সমস্যার সুরাহা করতে চলেছে প্রশাসন।

Papiya Paul

X