Vivo

Vivo: 4K ক্যামেরা সহ একগুচ্ছ ফিচার্স নিয়ে আসছে Vivo-র নতুন ফোন, দাম শুনলে হকচকিয়ে যাবেন

নিউজশর্ট ডেস্কঃ ভিভো(Vivo) এবার তার নতুন টি সিরিজের আপকামিং মডেল আনার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইটে ভিভোর এই নতুন T3 5G ফোনটিকে দেখা গিয়েছে। চলুন তাহলে এই নতুন ফোনটির ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Vivo T3 5G-এর স্পেসিফিকেশন ও দাম (সম্ভাব্য):

এই ফোনটিতে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ-হোল কাটআউট সহ ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে বলে জানা গিয়েছে। যা ফুল-এইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,৮০০ নিট পিক ব্রাইটনেস থাকবে। আবার মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রসেসরের সাথে আসবে। এটি ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/ ২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত থাকবে।

ক্যামেরা: এই ফোনে পিছনে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX882 সেন্সর, একটি ২ মেগাপিক্সেলের বোকেহ লেন্স এবং ইনডোর লাইটিং কন্ডিশনে ফ্লিকার কম করতে একটি ফ্লিকার সেন্সর উপস্থিত থাকবে। এই ক্যামেরা প্রতি সেকেন্ড হারে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। আর সেলফির জন্য ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকবে।

আরও পড়ুন: Lava: একেবারে জলের দামে লঞ্চ হল ভারতীয় ব্র্যান্ডের এই মোবাইল! এক ঝটকায় কুপোকাত Vivo-Oppo

ব্যাটারি: এটি ৪৪ ওয়াট ফাস্ট ফ্ল্যাশচার্জ সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। এই ফোনে উন্নত অডিওর জন্য ডুয়েল স্টেরিও স্পিকার এবং মাইক্রোএসডি কার্ড স্লট থাকবে, যা ১ টিবি পর্যন্ত অতিরিক্ত স্টোরেজ সাপোর্ট করবে।

Vivo T3-দুটি কালার অপশনে অর্থাৎ ক্রিস্টাল ফ্লেক এবং কসমিক ব্লু পাওয়া যায়। এই দুই ভ্যারিয়েন্টের পরিমাপ এবং ওজন সামান্য ভিন্ন রঙের হতে পারে। এই ফোনের সঠিক দাম এখনও জানা যায়নি। তবে রিপোর্ট মারফত জানা গিয়েছে Vivo T3-এর দাম ভারতে প্রায় ২০,০০০ টাকার কাছাকাছি থাকতে পারে।

Papiya Paul

X