নিউজশর্ট ডেস্ক: চাকরি জীবন অতিক্রম করার পর বুড়ো বয়সে কি খাবেন কিভাবে থাকবেন এই চিন্তা বহু মানুষের মধ্যে রয়েছে। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে পেনশনের সুবিধা থাকলে বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে সেরকম কোন সম্ভাবনা নেই। তাদের চিন্তা আরও অনেক বেশি। তবে আপনি যদি সরকারি সেক্টরে চাকরি নাও করে থাকেন কিন্তু তবুও প্রত্যেক মাসে ৫০০০০ টাকা থেকে এক লক্ষ টাকার পেনশন পেতে পারেন।
এর জন্য বিশেষ কিছু কাজ আপনাকে করতে হবে। আর সাধারণ মানুষের জন্য এই বিশেষ সুবিধা এনে দিচ্ছে SBI। আপনি যদি এসবিআই-এর রিটায়ার প্ল্যানে বিনিয়োগ করে থাকেন। তাহলে প্রত্যেক মাসে ৫০ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন।
আর গ্রাহকদের সুবিধা ও অসুবিধার কথা মাথায় রেখে SBI বিভিন্ন রকমের বিনিয়োগ প্ল্যান নিয়ে এসেছে। এরমধ্যে একটি অন্যতম প্ল্যান হল SBI Life Retire Smart Plan। এই প্ল্যানে আপনি সঞ্চয় করার পাশাপাশি জীবন বীমা কভারেজ পেয়ে যাবেন। অনেকেই আছেন যারা বাজারের ঝুঁকি নিতে পছন্দ করেন না। এমনকি নিজের কষ্টার্জিত অর্থ যাতে নিরাপত্তার সঙ্গে থাকে সে রকম জায়গায় বিনিয়োগ করতে চান। এক্ষেত্রে তারাও এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন।
আরও পড়ুন: Fixed Deposit: এই FD-তে সহজেই হতে পারে টাকা ডবল! SBI-র এই অফার মিস করলে বিরাট ঠকবেন
এছাড়া এই প্ল্যানে ট্যাক্স বেনিফিট পাওয়ার সুযোগ রয়েছে। এই প্ল্যানের মেয়াদ হলো ১০ বছর থেকে ৬৫ বছর পর্যন্ত। এই প্ল্যানে পাঁচ বছর পর বীমা প্রত্যাহারের সুযোগ রয়েছে। এছাড়া এই প্ল্যানে বাজার মূল্যের সঙ্গে রিটার্ন পাওয়া যায়। আর এই প্ল্যানে রয়েছে ডেথ বেনিফিটের সুযোগ। আপনি যদি এই প্ল্যানে বিনিয়োগ করতে চান তাহলে www.sbilife.co.in – এই ওয়েবসাইটে এ গিয়ে আরো বিস্তারিত তথ্য জানতে পারেন।