Fixed Deposit

Papiya Paul

Fixed Deposit: এই FD-তে সহজেই হতে পারে টাকা ডবল! SBI-র এই অফার মিস করলে বিরাট ঠকবেন

নিউজশর্ট ডেস্কঃ ফিক্সড ডিপোজিটের(Fixed Deposit) ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকের সুদের হার বিভিন্ন রয়েছে। ঠিক যেমন অনেকে মনে করেন সরকারি ব্যাংকগুলো দ্বারা প্রদত্ত ফিক্সড ডিপোজিটের হার বেসরকারি ব্যাংকগুলোর ফিক্সড ডিপোজিট হারের থেকে অনেক আলাদা থাকে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(SBI) দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক।

   

প্রবীণ নাগরিকদের জন্য SBI WeCare Special FD নামের একটি আকর্ষণীয় বিনিয়োগ অফার করে। এই স্কিমে বিনিয়োগ করতে পারলে বিনিয়োগকারীদের টাকা দ্বিগুণ হতে পারে। এই ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করা অর্থ সরাসরি দ্বিগুণ হতে পারে। করোনা চলার সময় প্রবীণ নাগরিকদের সঞ্চয় সুরক্ষিত রাখার জন্য এবং সর্বাধিক প্রতিযোগিতামূলক সুদের হারের সঙ্গে মোটা টাকা রিটার্নের জন্য এই ফিক্সড ডিপোজিট চালু করেছিল এসবিআই।

এই ব্যাংকের ওয়েবসাইট অনুসারে জানা গিয়েছে, সিনিয়র সিটিজেনরা অতিরিক্ত ০.৫০ শতাংশ সুদের হার পায়। আর ৫ থেকে ১০ বছরের মধ্যে ফিক্সড ডিপোজিটের জন্য ৭.৫০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। যারা এই ফিক্সড ডিপোজিট অর্থ বিনিয়োগ করতে চাইছেন তারা ইউনো অ্যাপের মাধ্যমে অথবা শাখায় গিয়ে ব্যক্তিগতভাবে অনলাইনে এটি বুক করতে পারেন।

SBI

আরও পড়ুন: SBI: SBI-র গ্রীন FD-তে রাখুন টাকা! রিটার্নের পরিমাণ শুনলে চমকে যাবেন

গ্রাহকেরা মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক বা বার্ষিক ভিত্তিতে সুদ পাবেন। একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে TDS বাদ দেওয়ার পরে FD-র সুদ পাওয়া যায়। এখানে স্ট্যান্ডার্ড ডিপোজিটের সুদের হার ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদের জন্য ৩.৫০ শতাংশ থেকে ৭.৫০ শতাংশ পর্যন্ত হয়। তাই গ্রাহকেরা যদি এই ফিক্সড ডিপোজিট প্ল্যানে ১০ বছরের জন্য অর্থ বিনিয়োগ করে থাকেন। তাহলে সেই টাকা দ্বিগুণ হতে পারে।

কোন ব্যক্তি ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন তাহলে ১০ বছর পরে ১০ লক্ষ টাকার বেশি ফেরত পাবেন। কারণ এক্ষেত্রে ১০ বছরের মেয়াদে স্ট্যান্ডার্ড ফিক্সড ডিপোজিটে ৬.৫ শতাংশ সুদের হার দেওয়ার জন্য পাঁচ লক্ষ টাকার বেশি সুদ হিসাবে পাওয়া যাবে।