Travel

Travel: গরম থেকে ছুটি! উত্তরাখণ্ডের এই জায়গায় গেলে ফিরতে মন চাইবে না আর 

নিউজ শর্ট ডেস্ক: গরমের ছুটিতে (Summer Vacation) ঘুরতে (Travel) যাওয়ার জন্য পারফেক্ট লোকেশন খুঁজছেন? তাহলে উত্তরাখণ্ডের (Uttarakhand) এই জায়গাগুলিই আগামী দিনে হতে পারে আপনার সেই স্বপ্নের জায়গা। যা আপনার সফর আরও বেশি স্মরণীয় করে তুলতে চলেছে। বিশেষ করে এই গরমের ছুটি কাটাতে উত্তরাখণ্ডের এই মনোরম পাহাড়ি প্রাকৃতিক পরিবেশে একবার গেলে বার বার ফিরে যেতে মন চাইবে তার।

আর এই কারণেই কেউ কেউ তো উত্তরাখন্ড ঘুরতে গিয়ে চিরকালের জন্য থেকে যাবেন বলেও মনস্থির করে ফেলেন। উত্তরাখণ্ডের আকর্ষণীয় পর্যটন কেন্দ্র গুলির মধ্যে অন্যতম হল ব্রহ্মতাল,হরসিল, ল্যন্সডাউন, রুপিন-সুপিন ভ্যালি। এছাড়াও  এমন আরও অনেক জায়গা আছে যেখানে অ্যডভেঞ্চার, ট্রেকিং সহ এখনকার সংস্কৃতি,কিংবা  ট্রাডিশনের সাথে সাথেই পাহাড়কে অনেক কাছ থেকে উপভোগ করার সুযোগ মিলবে।

ব্রহ্মতাল (Brahmatal):

ভ্রমণ,Travel,গরমের ছুটি,Summer Vacation,উত্তরাখন্ড,Uttarakhand,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এই হাঁসফাঁস করতে থাকা গরমের থেকে ক্ষণিকের শান্তি পেতে কর্মব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে কমবেশি সকলেই এই সময়টায় ছুটে যান পাহাড়ের কোলে। তাই হাতে যদি এক সপ্তাহের ছুটি থাকে তাহলে উত্তরাখণ্ডের ব্রহ্মতাল এককথায় একেবারে আদর্শ জায়গা। এই ব্রহ্মতাল জায়গাটি উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত অত্যন্ত মনোরম একটি  জায়গা। এখানে পৌঁছানোর জন্য, চামোলি জেলার দেওয়াল ব্লকে অবস্থিত লৌহজং থেকে ট্রেক শুরু হয়।

মোট ৫ দিন ৪ রাতের সেই ভ্রমণ সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে। এখান থেকে বরফের চাদরে ঢাকা বিশাল হিমালয় পর্বতমালা দেখার পাশাপাশি ট্রেকিং এবং নাইট ক্যাম্পিং উপভোগ করার-ও সুযোগ পাওয়া যাবে। বন্ধুদের সাথে দলবেঁধে আসার জন্য এই জায়গাটি একেবারে আদর্শ। এখানে ব্রহ্মতাল নামে একটি সুন্দর হ্রদও আছে।

রূপিন-সুপিন উপত্যকা (Rupin-Supin):

ভ্রমণ,Travel,গরমের ছুটি,Summer Vacation,উত্তরাখন্ড,Uttarakhand,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

শহরের কোলাহল থেকে দূরে শান্ত-নিরিবিলি পাহাড়ি পরিবেশে কিছুদিন ছুটি কাটাতে চাইলে উত্তরাখণ্ডের রূপিন-সুপিন উপত্যকাও আদর্শ গন্তব্যস্থল হতে পারে। এই জায়গাটি উত্তর কাশীর পুরালা এলাকায় অবস্থিত। আসলে রূপিন এবং সুপিন হল দুটি নদী।  যার চারপাশ ঘিরে গড়ে ওঠা  জন বসতিই এখানে ঘুরতে আসা পর্যটকদের কাছে আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। চাইলে এখান থেকেই কাছেপিঠে থাকা সাংক্রি, মোরি,নটবরের মতো জায়গা ঘুরে আসা যেতে পারে। পাশাপাশি এখন থেকেই ট্রেক করে যাওয়া যেতে পারে কেদারকণ্ঠ। এখানে গেলে পর্যটকরা গাড়োয়ালি এবং হিমাচলি সংস্কৃতির এক অদ্ভুত মেলবন্ধন দেখতে পাবেন।

আরও পড়ুন: মাত্র ৭৫ টাকায় মিলবে ভরপেট খাবার! রেলের নতুন পরিষেবায় পাওয়া যাবে বাড়ির মতো খাবার

হারসিল (Harsil):

ভ্রমণ,Travel,গরমের ছুটি,Summer Vacation,উত্তরাখন্ড,Uttarakhand,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

হারসিল হল উত্তরাখণ্ডের সবচেয়ে সুন্দর পাহাড়ি উপত্যকা। প্রায় সারা বছরই পর্যটকদের ভিড় লেগেই থাকে। যেহেতু এটি গঙ্গোত্রী রুটে অবস্থিত, তাই চারধাম তীর্থযাত্রীরাও এখানে ঘুরতে আসেন। দেবদারু আর চিনার গাছে ঢাকা ঘনবন থেকে বয়ে চলা ভাগীরথীর অবিরাম স্রোতের সাথে হিমশৈলের দর্শন জুড়িয়ে দেবে মনপ্রাণ। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যের জন্য এই হারসিলকে ‘উত্তরাখণ্ডের সুইজারল্যান্ড’ বলেও আখ্যা দেওয়া হয়। জানা যায়, হিমাচলের মতো এখানকার আপেলও নাকি খুব বিখ্যাত।

দেওরিয়া তাল (Deoria Tal):

Deoria Tal

দেওরিয়া তাল উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত একটি সুন্দর হ্রদ। সেইসাথে এখানে একটি বনে অ্যাডভেঞ্চার ট্রেক করারও সুযোগ রয়েছে। গরম থেকে স্বস্তি পেতে এই জায়গাটি একেবারে আদর্শ গন্তব্যস্থল। দেওরিয়া তাল ঘুরে দেখার পাশাপাশি, ত্রিযুগিনারায়ণ মন্দির, চোপতা, তুঙ্গনাথ সহ সুন্দর গ্রামগুলিও ঘুরে দেখা যেতে  পারে।  জুন মাসেও এই এলাকা ওক এবং বার্ক গাছের ছায়ায় শীতল থাকে।

ল্যান্সডাউন (Lansdowne):

ভ্রমণ,Travel,গরমের ছুটি,Summer Vacation,উত্তরাখন্ড,Uttarakhand,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

ল্যান্সডাউন উত্তরাখণ্ডের ব্যস্ততম হিল স্টেশনগুলির মধ্যে অন্যতম। উত্তরাখণ্ডের পাউরি গাড়ওয়ালের কোটদ্বার থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত ল্যান্সডাউন। দিল্লি এনসিআর, হরিয়ানা থেকে অসংখ্য  পর্যটক এখানে আসেন। ল্যান্সডাউনে অনেক অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি এবং ট্রেকিং স্পট-ও রয়েছে। করবেট সংলগ্ন এলাকা হওয়া ছাড়াও এখানে বন্যপ্রাণী সাফারিও উপভোগ করা যায়। এখানে থাকার জন্য একাধিক বিলাসবহুল রিসোর্ট এবং হোটেল রয়েছে।

Avatar

anita

X