দরকার নেই ওত টাকা খরচ করে ওষুধ কেনার, এখন পাঁপড় খেলেই দেহে তৈরি হবে অ্যান্টিবডি, এমনই দাবি কেন্দ্রীয় মন্ত্রীর। তবে যে সে পাঁপড় নয়, অর্জুন রাম মেঘওয়ালের কথা অনুযায়ী খেতে হবে ‘ভাবিজি পাঁপড়’। একজন মন্ত্রীর এহেন মন্তব্য শুনে স্বভাবতই শুরু হয়েছে বিতর্ক, বিদ্রূপ। কংগ্রেসের পক্ষ থেকে খোঁচা দিয়ে বলা হয়েছে ‘রাইট টু এডুকেশন’এর কথা।