Koushik Dutta

দু’টি পিরামিডের সমান সাইজের উল্কা, এসে পড়েছে পৃথিবীর কক্ষপথে, বার্তা বিজ্ঞানিদের

দু’টি পিরামিডের সমান সাইজ একটি উল্কা। আকারে বৃহৎ এই গ্রহাণু এখন পৃথিবীর কক্ষপথে। আজ অর্থাৎ রবিবার সেটি আসছে পৃথিবীর কাছে। তবে চিন্তার কারণ নেই বলেই দাবি বিজ্ঞানিদের। এই গ্রহাণু পৃথিবীর কক্ষপথে ৩১,৪০০ মিটার প্রতি ঘণ্টা বেগে ঘুরছে। এটি পৃথিবী থেকে ৪.৬ মিলিয়ন মাইল দূর দিয়ে যাবে বলে অনুমান। বিজ্ঞানের পরিভাষায় এই বিশেষ উল্কাকে বলা হচ্ছে, নিয়ার আর্থ অবজেক্ট। এটি মূলত সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে বলে জানা যাচ্ছে।