Business Idea

Papiya Paul

Business Idea: মাত্র ৫০০০ টাকায় শুরু করুন এই ব্যবসা, সাহায্য করবে মোদী সরকার,আয় হবে প্রচুর প্রচুর টাকা

নিউজশর্ট ডেস্কঃ ব্যবসা(Business) করে নিজের অর্থ আরো বেশি উপার্জন করার চেষ্টা করছেন এখন সকলেই। আপনিও যদি নতুন কোন ব্যবসার পরিকল্পনা করে থাকেন। তাহলে আপনার জন্য রয়েছে একটি দুর্দান্ত সুযোগ। কেন্দ্রীয় সরকার আপনাকে এই ব্যবসার ক্ষেত্রে সাহায্য করতে পারে। আপনি খুব কম টাকা খরচ করে এই ব্যবসা শুরু করতে পারেন।

   

এমনকি এই ব্যবসার চাহিদা থাকবে সারা বছর। ফলে মাসের শেষে মোটা টাকা উপার্জন হবে। চলুন তাহলে এই ব্যবসা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানো যাক। ওষুধ এমন একটা জিনিস যেটির চাহিদা সবসময় থাকে। বিশেষ করে করোনা পরবর্তী সময় থেকে যেভাবে রোগব্যাধি বেড়েছে সেক্ষেত্রে ওষুধের চাহিদা আরো বেড়ে গিয়েছে।

আর তাই সাধারণ মানুষের সুবিধার জন্য ‘প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র’ চালু করা হয়েছে। এখান থেকে খুব কম দামে ওষুধ পাওয়া যায়। চলতি বছরের মার্চ মাসে সারা দেশ জুড়ে ১০ হাজারটি এরকম কেন্দ্র খোলার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। আপনিও যদি এই ঔষধ কেন্দ্র খোলার কথা ভেবে থাকেন তাহলে কয়েকটি বিষয়ে অবশ্যই মাথায় রাখতে হবে।

আরও পড়ুন: Business Idea: চাকরি নয়, এবার এই গাছের চাষ করলেই কেল্লাফতে, মাসে আয় ১০ লাখ টাকা!

যেমন- যে কোন ব্যক্তি এই কেন্দ্র খুলতে পারবেন না। এই কেন্দ্র খোলার জন্য ফ্রাঞ্চাইজি ফার্মাসিস্ট, ডাক্তার, এনজিও, বেসরকারি হাসপাতাল কিংবা রাজ্য সরকার মনোনীত কোনো সংস্থা খুলতে পারবে। এই ঔষধি কেন্দ্র খোলার জন্য ৫ হাজার টাকা জমা করতে হবে। আর এই কেন্দ্র খোলার জন্য নির্দিষ্ট পরিমাণ জায়গার প্রয়োজন।

প্রায় ১২০ বর্গফুট জায়গা লাগবে। এই দোকান খুলতে পারলে সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত সহায়তা করা হবে।  এর সঙ্গেই আপনার SC/ST সার্টিফিকেট থাকতে হবে। প্রত্যেক মাসে ১৫০০০ টাকা পর্যন্ত ওষুধ কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ ছাড় মিলবে।

আরও পড়ুন: Business Idea: মাত্ৰ ১৫ হাজার টাকা দিয়ে কিনুন এই মেশিন, এই ব্যবসায় প্রতি মাসে রোজগার হবে ৬০ হাজার টাকা

কিভাবে আবেদন করা যাবে?

এখানে আবেদন করতে হলে প্রথমে ওষুধ বিক্রির লাইসেন্স নিতে হবে। তাই আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট https://janaushadhi.gov.in/ থেকে একটি ফর্ম সংগ্রহ করতে হবে। সেই ফর্মে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে ফার্মা পাবলিক সেক্টর আন্ডারটেকিং ব্যুরো অফিসে গিয়ে জমা দিতে হবে। এখন থেকে সব ঠিকঠাক হলে  খুলতে পারবেন জন ঔষধি কেন্দ্র।