Arijit

রাতে দেবাংশুদের খেতে দেয়নি পুলিশ! ১৭ মাস পর বিজেপি সরকারকে উৎখাত করার ঘোষণা অভিষেকের

বাংলা ছেড়ে এবার দেশ জয়ের লক্ষ্যে এগোচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। আর সেই লক্ষ্যে তাদের প্রথম টার্গেট ত্রিপুরা। আর দেড় বছর পরে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্যে ত্রিপুরায় নিজেদের প্রচারকার্য শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই তৃণমূলের বেশ কয়েকজন যুবনেতা নিয়মিত ত্রিপুরায় যাওয়া আসা শুরু করেছেন। সেখানে গিয়ে তারা কর্মীসংখ্যা বাড়ানোর চেষ্টা করছেন। তেমনি বেশ কয়েকজন তৃণমূলের যুব নেতা ত্রিপুরায় গিয়েছিলেন তবে সেখানে গিয়ে নিয়ম ভঙ্গের অভিযোগে তাদেরকে থানায় নিয়ে যায় ত্রিপুরা পুলিশ।

   

খবর পেয়েই ত্রিপুরায় কর্মীদের পাশে দাঁড়াতে বাংলা থেকে ছুটে যান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওনার সঙ্গে ছিলেন ব্রাত্য বসু, দোলা সেন, কুণাল ঘোষরাও। থানার ভিতরেই পুলিশ আধিকারিকদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তৃণমূল নেতা নেত্রীরা। পাশাপাশি থানার বাইরে বিজেপির কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। অভিষেককে দেখে ‘গোব্যাক স্লোগান”ও দেয় তাঁরা।

সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তাদের নেতা-কর্মীদের সারারাত থানায় আটক করে খাওয়া ও চিকিৎসার বন্দোবস্ত করা হয়নি। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন আর মাত্র 17 মাস। তারপরই ত্রিপুরায় পতন ঘটবে বিজেপি সরকারের।