এই মুহূর্তে টলিপাড়ার (Tollywood) প্রথম সারির অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর (Shubhashree Ganguly) নাম প্রথমেই আসবে। একের পরে এক সুপারহিট সিনেমা তিনি দর্শকদের উপহার দিয়েছেন। অভিনয়ের দিক থেকে ধীরে ধীরে নিজেকে অনেক গড়ে তুলেছেন তিনি। তার এই অভিনেত্রী হওয়ার পেছনে মূল ইন্সপিরেশন ছিল তার দিদি। প্রথমে অভিনেত্রী হওয়ার কাজে তার বাড়ির লোক বাধা হয়ে দাঁড়ায়। এমনকি অডিশন দিতে যাবার সময় তার বাবা বিরোধিতা করেছিল।
পুরোপুরি রক্ষনশীল পরিবার থেকে অভিনেত্রী হওয়ার দৌড় কিছুতেই মেনে নিতে পারেনি তার বাড়ির লোকজন। এরপর মার্কেটিং করতে যাওয়ার অজুহাতে টলিপাড়ায় অডিশন দিতে এসেছিলেন শুভশ্রী। এরপর যখন তিনি সিলেক্টেড হয়ে যান তখন অনেক কষ্টে অভিনয়ের জন্য তার বাবাকে রাজি করানো হয়। কিন্তু এরপরে যখন শুভশ্রী তার জীবনে অভিনয়ের জন্য প্রথম পুরস্কার পেয়েছিলেন সেদিন শুভশ্রীর বাবা আবেগে আপ্লুত হয়ে পড়েন।
সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। দেবশংকর হালদার সঞ্চালিত এই অনুষ্ঠানে মা বাবাকে নিয়ে গিয়েছিলেন শুভশ্রী। সঞ্চালক তাকে জিজ্ঞাসা করেন যে জীবনে এমন কোন জিনিস আছে যা তার অভিনয়কে প্রভাবিত করেছিল? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন যে তিনি বেশ কিছু সময়ের জন্য অভিনয় জগৎ থেকে দূরে সরে গিয়েছিলেন। তবে এর জন্য তিনি কাউকে দোষী করতে চাননি।
সেই সিদ্ধান্তের জন্য তিনি নিজেকে সম্পূর্ণরূপে দোষী মনে করেন। অভিনেত্রী প্রকাশ করেন যে তিনি তার নিজের চারটি বছর অপাত্রে দান করেছিলেন। যদিও এরপরে কঠিন পরিস্থিতি ছেড়ে উঠে দাঁড়াতে পেরেছেন অভিনেত্রী। তবে এই কঠিন সময়ে তার পরিস্থিতি বা মনের অবস্থা তিনি তার বাবা-মা কেউ জানাননি। এরপর ধীরে ধীরে টলিউড অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি। বর্তমানে স্বামী ও পুত্রকে নিয়ে সুখে সংসার করছেন অভিনেত্রী।