Arijit

ম্যাচ হেরে সমস্ত দায় এই দুই ক্রিকেটারের উপর চাপালেন অধিনায়ক রাহুল, দিলেন কড়া বার্তা

ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিরাট কোহলিকে। এই মুহূর্তে ভারতীয় ওয়ানডে দলের অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা। রোহিতের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন কে এল রাহুল।

   

রাহুলের নেতৃত্বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। আর এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে 31 রানে হারল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে তিন ম্যাচের একদিনের সিরিজে 1-0 ফলাফলে পিছিয়ে গেল ভারত।

ভারতের এই হারের কারণ খুঁজতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক বয়ান দিলেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল। ভারতের হারের জন্য সরাসরি মিডল অর্ডার ব্যাটসম্যানদের ঘাড়ে দোষ চাপালেন রাহুল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল জানিয়েছেন, ” আমাদের মিডল অর্ডার ব্যাটসম্যানরা রান করতে পারেন নি। টপ অর্ডার ব্যাটসম্যানরা প্রথম 20-25 ওভার দারুন ব্যাটিং করেছে, রান তুলেছে। মনে হচ্ছে এই রান আমরা খুব সহজেই তুলতে পারবো কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার জন্য এই ম্যাচে হারতে হল আমাদের। এর সম্পূর্ণ কৃতিত্ব দক্ষিণ আফ্রিকা বোলারদের। ওরা সঠিক সময়ে উইকেট তুলে নিয়েছে।”
উল্লেখ্য দলের দুই মিডিল অর্ডার  ব্যাটসম্যান ঋষভ পন্থ 16 রান এবং শ্রেয়স আইআর 17 রানে আউট হয়ে যায়। এছাড়াও এই ম্যাচে অভিষেক হওয়া ভেঙ্কটেশ আইয়ার চাপের মুখে ব্যাটিং করতে নেমে 2 রানে ফিরে যান।