এ যেন সত্যি কোনও সিনেমার গল্প। গল্পে নেই লাইট ক্যামেরা অ্যাকশন, আছে মারণ রোগের সাথে লড়াই। আছে এক কঠিন বাস্তব, মারণব্যাধিকে হারানোর অদম্য ইচ্ছে আর বেঁচে থাকার একরাশ ইচ্ছে। দুই দুইবার শরীরে থাবা বসিয়েছে মারণ ক্যান্সার। তবুও কখনও অবসাদে ভোগেননি তিনি, কখনও মলিন হয়নি মুখের হাসি। সমস্ত প্রতিকুলতাকে বুড়ো আঙুল দেখিয়ে জীবনযুদ্ধে জয়ী হয়ে ফিরে এসেছেন তিনি। কথা হচ্ছে জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে(Aindrila Sharma) নিয়ে।
ঐন্দ্রিলা ফুসফুসের ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন। এই সময় তার পাশে ছায়ার মতো সঙ্গী হয়েছিল প্রেমিক সব্যসাচী(Sabyasachi Chowdhury)। গত একবছর ধরে শিশুর মতো করে ঐন্দ্রিলাকে আগলে রেখেছেন তিনি। কেমোথেরাপির অসহ্য যন্ত্রণাকে হারিয়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন তিনি। আর ফিরেই প্রেমিকের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন ঐন্দ্রিলা। পর্দার বামদেবকে কোলে তুলে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন তিনি। তার ইনস্ট্রাগ্রামের পেজে জ্বলজ্বল করছে সেই ছবি। হলুদ টি শার্ট, স্নিকার পায়ে সব্যসাচীকে কোলে তুলে নিয়ে প্রমাণ করছেন তিনি কতটা শক্তপোক্ত।
প্রসঙ্গত, গত বছর ফেব্রুয়ারি মাসে দ্বিতীয়বার ক্যান্সার আক্রান্ত হন ঐন্দ্রিলা। অস্ত্রোপচারও হয়েছে বেশ কয়েকবার। কেমোথেরাপির কারণে জীর্ণ হয়ে উঠেছিল শরীর। কেটে ফেলতে হয়েছিল একমাথা চুল। মানসিক এবং শারিরীক সব দিক দিয়েই ভেঙে পড়েছিলেন তিনি। সেই সময় প্রেমিকাকে সুস্থ করার জন্য কলকাতা থেকে দিল্লি ছুটে বেরিয়েছেন সব্যসাচী। শত কষ্টতেও ঐন্দ্রিলাকে ভেঙে পড়তে দেননি তিনি। সময় সুখের হোক কী দুঃখের সবসময় এই দুজনকে একসাথে দেখতে পাওয়া গেছে। অবশেষে দীর্ঘ লড়াইয়ের পর ডিসেম্বর মাসে পুরোপুরি সুস্থ হয়ে ফিরেছেন ঐন্দ্রিলা।
প্রসঙ্গত, খুব শীঘ্রই ক্যামেরার সামনে ফিরতে চলেছেন ঐন্দ্রিলা শর্মা। সদ্যই শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’। সময় পেয়ে ঘুরতে বেরিয়ে পড়েছেন এই প্রেমিকযুগল। সেখান থেকেই পৌঁছে গিয়েছেন খড়্গপুর। সম্ভবত আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে কোলে তুলে নিয়েছেন সব্যসাচীকে। আর সেখান থেকেই নিজের ইনস্ট্রাগ্রামে এই ছবি পোস্ট করেছেন তিনি। আবার ছবির ক্যাপশনে লিখেছেন ‘see how strong I’m’।
ছবি প্রকাশ্যে আসতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়েছে অনুরাগীদের মধ্যে। তাদের এই খুনসুটি বরাবরই পছন্দ করেন দর্শকমহল। আপাতত ঐন্দ্রিলার ভক্তমহল অধীর আগ্রহে অপেক্ষায় আছেন কবে আবার পর্দায় দেখতে পাবেন তাদের প্রিয় অভিনেত্রীকে।