Business Idea

anita

Business Idea: এবার দু’হাতে আয় করুন টাকা! কম পুঁজির এই ব্যবসা করলেই পকেটে ঢুকবে মুঠো মুঠো টাকা

নিউজ শর্ট ডেস্ক: চাকরি ছেড়ে এখন অনেকেই চাইছেন ব্যবসা (Business) করেই আর্থিক ভাবে নিজেদের সুপ্রতিষ্ঠিত করে তুলতে। কিন্তু এক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়ায় মূলধন বা পুঁজি। কিন্তু এবার সেসব চিন্তার দিন শেষ। খুব অল্প পুঁজিতেই মোটা টাকা আয় করার এমনই একটি ব্যবসা হলো স্ক্র্যাপ বা পুরাতন জিনিসের ব্যবসা (Scrap Business Idea)। এই ব্যবসায় অনেক লাভে পণ্য বিক্রি করা যায়। ভারতে পুরোনো জিনিস দু’রকম ভাবে বিক্রি করা যায়।

   

এক জিনিসটি  যখন ভালো অবস্থায় থাকে তখন তা সেকেন্ড হ্যান্ড রূপে আর দ্বিতীয়ত তা অকেজো হলে বাতিল জিনিস হিসাবে। এছাড়াও পুরোনো জিনিসের একটি ভালো বাজার রয়েছে। যাকে  ইউরোপে বলা হয় ফ্লি মার্কেট (Flea Market)। কম পুঁজিতেই  এই ব্যবসায় প্রচুর লাভ করা সম্ভব। সবচেয়ে মজার বিষয় হল এই ব্যবসায় যে কোনো জিনিস কেনার খরচের ১০ গুন বেশি দামেও বিক্রি করা যেতে পারে। উদাহরণ হিসাবে বলা যায়, হয়তো কোনো এক কোম্পানি পুরোনো ল্যাপটপের পার্টস বানানো বন্ধ করে দিয়েছে। কিন্তু কিছু লোক এখনো ওই ল্যাপটপ ব্যাবহার করছে।

তাই যদি তাদের ল্যাটপের কোনো একটি পার্টস অকেজো হয় তাহলে, বাজারে কোথাও ওই পার্টস না পেয়ে তারা কিন্তু এই পুরনো জিনিসের বাজারেই তা কিনতে আসবেন। এমনিতে পুরনো  পার্টসের দামও খুব কম, তবে চাইলে বিক্রেতা কিন্তু  ওই পার্টস অনেক বেশি দামেও বিক্রি করতে পারেন। কারণ এই ধরনের পণ্যের আসল দাম কেউ জানে না, তাই গ্রাহক ভাববেন তিনি জিনিসটি ন্যায্য মূল্যেই কিনছেন।

ব্যবসায়িক বুদ্ধি,Business Idea,ব্যবসা,Business,পুরাতন জিনিসের ব্যবসা,Scrap Business Idea,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

ল্যাপটপ  শুধুমাত্র একটি উদাহরণ কেউ চাইলে পুরোনো  ইলেকট্রিক দ্রব্য এবং পুরনো ফ্যাশনের দ্রব্যের স্ক্র্যাপও বিক্রি করা যেতে পারে। এই ধরনের ব্যবসা শুরু করতে গেলে প্রথমে বেশ কিছু পুরনো জিনিসপত্র কিনতে হবে। আর পুরনো জিনিসপত্রের দাম কম হওয়ার কারণে কম পুঁজিতেই এই ব্যবসা শুরু করা যায়। এই সমস্ত পণ্য গুলি লিস্ট করে অনলাইনে আপলোড করতে  হবে।

আরও পড়ুন: আধার কার্ড থাকলেই বিনামূল্যে মিলবে এই সুবিধা! কি পরিষেবা দিচ্ছে UIDAI?

এছাড়াও  লিস্ট বানিয়ে সোশ্যাল মিডিয়াতেও আপলোড করা যেতে পারে। এইভাবে ক্রেতারাও  জানবেনা কোথায় গেলে তারা তাদের  প্রয়োজনীয় পুরোনো জিনিস পাবেন। সপ্তাহে একদিন তাবু খাটিয়ে এই সমস্ত পণ্য বিক্রি করা যেতে পারে। তবে এমন জায়গা বেঁচে নিতে হবে যেখানে লোকজনের ভিড় থাকবে। এইভাবে ব্যবসা ঠিক মতো চলতে শুরু করলে ধীরে ধীরে ব্যবসা আরও বাড়ানোও  যেতে পারে। এই ব্যবসাযে কোনো  যুবক বা মহিলা বা অবসর প্রাপ্ত ব্যক্তিরাওকরতে পারবেন।

ব্যবসায়িক বুদ্ধি,Business Idea,ব্যবসা,Business,পুরাতন জিনিসের ব্যবসা,Scrap Business Idea,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এই ব্যবসা শুরু করার জন্য কোনো বিশেষ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, তবে বাজারে কোন কোন পুরোনো  জিনিসের চাহিদা রয়েছে তা জানা জরুরি। সব বিভাগের না হলেও, যে সব বিভাগের পণ্য  বিক্রি করা হবে সেই সম্পর্কেএকটু আধটু ধারণা থাকা জরুরি। এইভাবেই পুরনো জিনিসপত্র স্ক্র্যাপ রূপে বিক্রি করেই   মোটা টাকা আয় করা যায়। এই ব্যবসা শুরু করার জন্য খুব বেশি পুঁজির প্রয়োজন হবে না। তবে এই ব্যবসায় ১০ টাকার পণ্য ১০০ টাকা বা তারও বেশি দামে বিক্রি করে ভালো লাভ করতে পারবেন গ্রাহকরা। তাই আর দেরি না করে ইচ্ছুক ব্যক্তিরা দ্রুত এই ব্যবসা শুরু করে নিজেদের স্বনির্ভর করে তুলতে পারবেন।