টলিউড,বিনোদন,টেলিভিশন,ধারাবাহিক,গসিপ,মিঠাই,ধৃতিষ্মান চক্রবর্তী,Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Mithai,Dhritishman Chakraborty

Moumita

‘সিধাই’ পুত্র শাক্যের শয়তানি দেখে মুগ্ধ নেটপাড়া, এই শিশুশিল্পীর রেকর্ড শুনলে অবাক হয়ে যাবেন

একসময়ের বেঙ্গল টপারের অবস্থা আজ শোচনীয়। শত চেষ্টা করেও ফিরছেনা হারানো গৌরব। আর সেই কারণেই নতুন টাইম স্লটে সম্পূর্ণ নতুন গল্প নিয়ে আবার শুরু হচ্ছে জি বাংলার (Zee Bangla) মিঠাই (Mithai) ধারাবাহিকটি। ইতিমধ্যেই চলে এসেছে সিড-মিঠাইয়ের পুঁচকে সন্তান শাক্য। তারপর থেকেই খুশির জোয়ার মোদক পরিবারে।

   

তবে সূত্রের খবর, এই সুখ নাকি খুব বেশিদিন থাকবেনা। খুব শীঘ্রই একটা ট্র্যাজেডিক মোড় আসছে ধারাবাহিকে। লেখিকা যেভাবে গল্প সাজিয়েছেন তাতে এবার সিরিয়ালে ‘মিঠাই’র মৃত্যু দেখানো হবে বলে খবর। তারপর কয়েক বছরের বিরতির পর দেখানো হবে, শাক্য খানিকটা বড়ো হয়ে গিয়েছে। এই নিয়ে নতুন প্রোমোও চলে এসেছে। এক শিশু অভিনেতাকে ইতিমধ্যেই মিঠাইয়ের নতুন প্রোমোতে দেখেছেন দর্শকরা। কিন্তু তার আসল পরিচয় জানেন কি?

সূত্রের খবর, জুনিয়র সিধাই ওরফে শাক্যের চরিত্রে যে খুদে অভিনয় করতে আসছে নাম তার ধৃতিষ্মান চক্রবর্তী (Dhritishman Chakraborty)। মাত্র ৫ বছর বয়সেই এই খুদে হয়ে উঠেছে জাতীয় স্তরের স্টার। সোশ্যাল মিডিয়া ঘাঁটলেই ছোট ওস্তাদ নামে দেখতে পাবেন তাকে। অনেক ছোট বয়স থেকেই গান গেয়ে মুগ্ধ করেছে সবাইকে।

টলিউড,বিনোদন,টেলিভিশন,ধারাবাহিক,গসিপ,মিঠাই,ধৃতিষ্মান চক্রবর্তী,Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Mithai,Dhritishman Chakraborty

জেনে অবাক হবেন, মাত্র ৫ বছর বয়সেই ৭-৮ টি ভাষায় নিখুঁত গান গাওয়ার মতো দক্ষতা অর্জন করেছে ধৃতিমান। তালিকায় রয়েছে হিন্দি, বাংলা, ইংরেজি, অসমীয়া মিলিয়ে মিশিয়ে প্রায় ৭-৮ টি ভাষা। ভারতের সবথেকে কম বয়সী বহুভাষী গায়ক হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে রাষ্ট্রীয় বাল পুরস্কারও পেয়েছে ছোট্ট ধৃতিষ্মান।

টলিউড,বিনোদন,টেলিভিশন,ধারাবাহিক,গসিপ,মিঠাই,ধৃতিষ্মান চক্রবর্তী,Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Mithai,Dhritishman Chakraborty

তবে তার এই সাফল্যের মূল কান্ডারি হলেন তার মা সোনম চক্রবর্তী। ছোটবেলা থেকেই ছেলেকে তালিম দিয়েছেন সোনম। কিছুদিন আগেই, এক সাক্ষাৎকারে ছেলে সম্পর্কে কথা বলতে গিয়ে সোনম জানান, ধৃতিষ্মান ঠিক করে দাঁড়াতে শেখার আগেই গানের প্রতি আগ্রহী হয়ে পড়েছিল। হাজার দুষ্টুমির মধ্যেও গান শোনালেই সব ঠান্ডা হয়ে যেত।

টলিউড,বিনোদন,টেলিভিশন,ধারাবাহিক,গসিপ,মিঠাই,ধৃতিষ্মান চক্রবর্তী,Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Mithai,Dhritishman Chakraborty

এদিকে ধৃতিষ্মানের কথা অনুযায়ী, সে বড়ো হয়ে অরিজিৎ সিং এবং কিশোর কুমারের মত বড় গায়ক হতে চায়। পাশাপাশি অভিনয় জগতেই হাত পাকাচ্ছে সে। আদৃত যেমন অনস্ক্রিনে অভিনেতা এবং অফস্ক্রিনে রকস্টার তার ছেলেও তাই। এতে অবশ্য বেজায় খুশি হয়েছে ভক্তমহল। অনুরাগীদের কথা অনুযায়ী, ‘যোগ্য বাবার যোগ্য ছেলে’।