চাকরি ছাড়ুন, অ্যালোভেরাকে কাজে লাগিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে হবে লাখ টাকা ইনকাম

নিউজশর্ট ডেস্কঃ আপনি কি নতুন কিছু করে নিজের জীবন এবং পরিবারকে ভালোভাবে রাখতে চান? কিন্তু শুধুমাত্র চাকরির টাকায় এই স্বপ্ন পূরণ করা সম্ভব নয়। তাই নতুন কিছু ব্যবসা করতে চাইছেন। কিন্তু কোন ব্যবসা করলে তা আপনার জন্য উপযুক্ত হবে তা বুঝে উঠতে পারছেন না। আজকের এই প্রতিবেদনে এমনই একটি ব্যবসার আইডিয়া(Business Idea) সম্পর্কে আপনাদেরকে জানাবো।

আপনি চাইলে অ্যালোভেরা জেলের(Alovera Business) ব্যবসা করে প্রচুর টাকা উপার্জন করতে পারেন। শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্য নয়, অ্যালোভেরা জেল প্রচুর কাজে ব্যবহার করা হয়। ত্বকের যত্ন, চুলের যত্ন ছাড়াও অ্যালোভেরা জুস খাওয়া হয়। এক্ষেত্রে অ্যালোভেরার ব্যবসা করতে গেলে আপনি দু ধরনের পন্থার মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারেন। প্রথমত হল, এলোভেরা চাষ করে আর দ্বিতীয়তঃ এলোভেরা জুস অথবা পাউডারের জন্য মেশিন বসিয়েও ব্যবসা শুরু করতে পারেন।

বিভিন্ন রকমের ওষুধের কোম্পানিগুলো অ্যালোভেরা ব্যবহার করে থাকে। এছাড়া হারবাল, কসমেটিক্স জিনিস তৈরি করতেও অ্যালোভেরা ব্যবহৃত হয়। এই চাষের ক্ষেত্রে লাভও অনেক বেশি। তাই আপনার কাছে যদি কোন জায়গা বা জমি থাকে সেখানে অনায়াসে চাষ শুরু করতে পারেন। এক হেক্টর জমিতে ৪০ থেকে ৫০ টন পর্যন্ত এলোভেরা চাষ করা যেতে পারে। তবে এক্ষেত্রে এই চাষের জন্য বর্ষা এবং মাটির নমনীয়তা থাকতে হবে।

আরও পড়ুন: ভুলে যান পুঁজির চিন্তা, সরকারি সাহায্যে এই ব্যবসা করে রাতারাতি হয়ে যাবেন লাখপতি

এমন জমিতে চাষ করতে হবে যেখানে জল দাঁড়াতে পারে না। এই চাষের ক্ষেত্রে বেশি জলের প্রয়োজন হয় না। একটা জিনিস মনে রাখবেন এলোভেরা গাছ লাগানোর সবথেকে উপযুক্ত সময় হলো ফেব্রুয়ারি থেকে মার্চ আর জুন থেকে জুলাই মাসের মধ্যে।  এছাড়া বছরের যে কোন সময় অ্যালোভেরার গাছ লাগানো যেতে পারে।

আরও পড়ুন: সরকারের সাথে হাত মিলিয়ে শুরু করুন এই ব্যবসা, মাসে মাসে ইনকাম হবে প্রচুর টাকা

অ্যালোভেরার চারা কিনতে খরচ হতে পারে প্রায় ২৮ হাজার টাকা মতো। এরপরে গোবর সার, কেমিক্যাল এবং গাছের সেচ দেওয়ার ক্ষেত্রে সব মিলিয়ে খরচ হবে প্রায় ৯ হাজার টাকা। আর বাকি খরচ মিলিয়ে প্রায় ১৫ হাজার টাকার মত লাগবে। অর্থাৎ এলোভেরা চাষ করে অথবা ব্যবসা করে আপনি ৬০ হাজার টাকা যদি ইনভেস্ট করে থাকেন তাহলে বছরে ৫ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত ইনকাম হবে।

Avatar

Papiya Paul

X