নিউজশর্ট ডেস্কঃ চলতি বছরে যে হারে গরম পড়েছিল, এই অসহ্যকর গরমে একটু শান্তিতে এবং স্বস্তিতে থাকার জন্য পাহাড় একমাত্র ভরসা। আর তাই এই বছরে দার্জিলিং-এ প্রচুর পর্যটকদের ভিড় হয়েছে। বহু মানুষ এই সময় একটু স্বস্তিতে থাকার জন্য দার্জিলিংয়ে ভ্রমণে গিয়েছেন। তাই আপনি যদি ভিড়ভাট্টা এড়িয়ে নিরিবিলিতে থাকতে চান তাহলে এই অফবিট লোকেশন(Offbeat Location) চলে যেতে পারেন।
চলুন তাহলে এই লোকেশনটির সম্পর্কে বিস্তারিত জানানো যাক। এই অচেনা জায়গাটির নাম হল রামধুরা(Ramdhura)। প্রায় ৫৮০০ ফুট উচ্চতায় এইখানে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সঙ্গে দেবতার সান্নিধ্য পাবেন। ভগবান রামচন্দ্রের নামে এই জায়গাটি তৈরি হয়েছে। এখানে সকাল বেলায় ঘুম থেকে উঠে আপনার হোমস্টের জানলা খুললেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন।
অন্যান্য জায়গার থেকে এখানকার কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য যেন একেবারে অন্যরকম। এখানে একটি শিবের মন্দির রয়েছে। এই শিব মন্দিরে যেতে রামধুরা থেকে একটু ছোট্ট ট্রেক করতে হয়। এখানে পাহাড়ি পথ ভেঙে শিবের মন্দিরে উঠতে হয়। এই শিবের মন্দিরে জল ঢালার জন্য তিস্তাতে জল আনতে যেতে হয়। এখানে জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেকিং করার সুযোগ রয়েছে। এখানে জঙ্গলের মধ্যে ভুতুড়ে সিনেমার অভিজ্ঞতা পেয়ে যাবেন।
কিভাবে যাবেন?
আপনি এখানে আসতে চাইলে এনজিপি থেকে সরাসরি গাড়ি নিয়ে চলে আসতে পারেন। তবে শেয়ার করা গাড়িতে কালিম্পং হয়ে যদি আসেন তাহলে খরচ অনেকটা কম হবে। এখানে জলসা ভিউ পয়েন্ট রয়েছে। এটাও একবার ঘুরে দেখে আসতে পারেন। খুব সুন্দর এই লোকেশন।