নিউজশর্ট ডেস্কঃ স্টার জলসার(Star Jalsa) ‘অনুরাগের ছোঁয়া'(Anurager Chhowa) ধারাবাহিকের দর্শকদের পছন্দের তিন চরিত্র হলো সূর্য-দীপা এবং মিশকা। যদিও ছোট্ট সোনা-রুপা থেকে লাবণ্য সেনগুপ্ত অত্যন্ত জনপ্রিয় চরিত্র। তবে এটাই এমন একটা সিরিয়াল যেখানে নায়ক-নায়িকার পাশাপাশি খলনায়িকাকে বেশ পছন্দ করে দর্শকেরা।
এখানে সূর্যের চরিত্রে অভিনয় করছে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত(Dibyojyoti Dutta) এবং দীপার চরিত্রে রয়েছে স্বস্তিকা ঘোষ(Swastika Ghosh)। অন্যদিকে মিশকার চরিত্রে অভিনয় করছেন অহনা দত্ত(Ahona Dutta)। তবে এই তারকাদের আসল নামের পরিবর্তে সূর্য-দীপা এবং মিশকা নামের পরিচিতি এখন বেশি। সূর্যকে নিয়ে দীপা এবং মিশকার মধ্যে টানাটানি দেখতে বেশ পছন্দ করেন দর্শকেরা। সিরিয়ালে রীতিমতো লড়াই চলে দীপা এবং মিশকার মধ্যে।
দীপাকে একাধিকবার মারার প্ল্যান করেছে মিশকা। কিন্তু প্রত্যেকবারেই তার সেই প্ল্যান নষ্ট হয়ে গিয়েছে। প্রত্যেকবারই দীপার হাতে শায়েস্তা হতে হয়েছে মিশকাকে। কিন্তু তবুও সে তার শয়তানি জারি রেখেছে। এ তো গেল সিরিয়ালের কথা, বাস্তবে ঠিক কেমন সম্পর্ক রয়েছে দীপা এবং মিশকার? এই নিয়ে মুখ খুলেছিলেন অনুরাগের ছোঁয়ার নায়িকা স্বস্তিকা। বর্তমান সময়ে সিরিয়াল হোক কিংবা সিনেমা দুই নায়িকার মধ্যে রেষারেষি কিংবা ঝগড়ার কথা প্রায়ই শোনা যায়।
বাংলা টেলিজগতেও এমন ঘটনা রয়েছে বহু। বাস্তবেও কি স্বস্তিকা এবং অহনার সম্পর্ক সেরকমই? এই প্রশ্নের উত্তরে দীপা যা বলেছে তা সত্যিই অবাক করার মত। তিনি বলেন যে পর্দায় চরম শত্রু হলেও বাস্তবে অহনা তার খুব ভালো বন্ধু। শুটিং শেষের পর তাদের মধ্যে হাসি, ঠাট্টা, মজা সবসময় চলতেই থাকে।
আর যখন শুটিং থাকে না তখন তারা সেই আড্ডাটাকে মিস করে। অহনা এবং স্বস্তিকা দুজনেরই সোশ্যাল মিডিয়া প্রোফাইলে একসঙ্গে সময় কাটানোর বহু ছবি দেখা যায়। যেখানে বোঝা যায়, তাদের মধ্যে সম্পর্ক বেশ মধুর। বলাই বাহুল্য তাদের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে যেন আগামী দিনেও বজায় থাকে।