Apply for Lakshmir Bhander in Duare Sarkar Camp

Partha

রাজ্যবাসীর জন্য সুখবর! লক্ষীর ভাণ্ডারে নাম তুলতে চান? শুরু হচ্ছে দুয়ারে সরকারের ক্যাম্প

নিউজশর্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গবাসীদের জন্য একাধিক সরকারি প্রকল্প চালু করা হয়েছে। সেই সংক্রান্ত নাম নথিভুক্তকরুন থেকে সমস্যার সমাধানের জন্য দুয়ারে সরকারের (Duare Sarkar) ক্যাম্প আয়োজিত হয়। তবে প্রতিবারেই এই ক্যাম্পে লক্ষীর ভান্ডারের নাম সংযোজনের জয় ব্যাপক ভিড় হয়। ইতিমধ্যেই অনেকেই নতুন করে লক্ষীর ভান্ডার (Lakshmir Bhander) প্রকল্পে নাম তোলার জন্য অপেক্ষায় রয়েছেন। এবার জুলাই মাসের ক্যাম্পের মাধ্যমে তাঁরা আবেদন করতে পারবেন।

লক্ষীর ভান্ডার (Lakshmir Bhander Scheme) 

   

রাজ্যের মহিলাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি আর্থিক সাহায্য প্রকল্প লক্ষীর ভান্ডার। মহিলারা ২৫ বছর বয়স হলেই আবেদন করতে পারেন, তবে সর্বোচ্চ ৬০ বছর বয়স পর্যন্ত লক্ষীর ভান্ডার দেওয়া হয়। এই প্রকল্পে নাম নথিভুক্ত থাকলে সাধারণ ও OBS মহিলারা প্রতিমাসে ১০০০ টাকা করে আর্থিক সাহায্য পান। এছাড়াও তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের ১২০০ টাকা করে দেওয়া হয়।

কিভাবে লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করবেন?

লক্ষীর ভান্ডারের আবেদনের জন্য দুটি উপায় রয়েছে। যার মধ্যে একটি হল অনলাইন ও আরেকটি অফলাইন। আপনি যদি অনলাইনে আবেদন করতে চান তাহলে লক্ষীর ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে নিতে হবে। এরপর সেটা প্রিন্টআউট করে সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করে নিতে হবে। তারপর দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে জমা দিতে হবে।

How to became Crorepati with the money of Lakshmir Bhander with calculation

আরও পড়ুনঃ জুলাই মাসে কোন কার্ডে কত কেজি পাবেন চাল-গম? রেশন তুলতে যাওয়ার আগে দেখে নিন তালিকা

আর যদি অনলাইনে আবেদন না করতে চান তাহলে সরাসরি দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়েও সেখান থেকে ফর্ম তুলে সব তথ্য পূরণ করে জমা দিয়ে দিতে পারেন। তবে দুই ক্ষেত্রেই দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে ফর্ম সাবমিট করতে হবে। তারপর সব ঠিক থাকলে মাসের শুরুতেই টাকা ঢুকে যাবে।

লক্ষীর ভান্ডারের আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি : 

  • স্বাস্থ্যসাথী কার্ড
  • আঁধার কার্ড
  • জাতিগত শংসাপত্র (SC ও ST দের জন্য)
  • পাসপোর্ট সাইজ ছবি
  • ব্যাঙ্কের পাশবই
  • মোবাইল নাম্বার
  • আয়ের শংসাপত্র
  • ঠিকানা প্রমাণপত্র

কবে বসবে দুয়ারে সরকারের ক্যাম্প?

যেমনটা জানা যাচ্ছে জুলাই মাসের প্রথম সপ্তাহেই দুয়ারের স্ক্রাবের ক্যাম্পের ডেট জানানো হবে। তবে এখনো অফিসিয়াল কোনো ঘোষণা মেলেনি। তাই যারা নতুন করে লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে চান তারা এই সময়ে ফর্ম ফিলাপ করে নিতে পারেন। এছাড়াও যারা কোনো কারণে আবেদন করার পরেও টাকা পাচ্ছেন না তারাও ক্যাম্পে গিয়ে যোগাযোগ করতে পারেন।