Arijit

১৪ বছর পর নতুন ইতিহাস গড়ল মেসির আর্জেন্টিনা, শোরগোল ফুটবল বিশ্বে

বিশ্বকাপের বাছাইপর্বে 14 বছর আগে শেষ বার ভেনেজুয়েলার মাটিতে জয় পেয়েছিল আর্জেন্টিনা। আর সেটা 2007 সালে। তারপর ভেনেজুয়েলায় আরও দু’বার খেলতে গিয়েছিল মেসিরা। কিন্তু কোনোবারই তাদের মুখে হাসি ফোটে নি। কোচ আলফিও বাসিলের অধীনে 2007 সালে শেষবার ভেনেজুয়েলায় জিতেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে গোল করেছিলেন গ্যাব্রিয়েল মিলিতো এবং তরুণ লিও মেসি। 2-0 ব্যবধানে সেই ম্যাচে জয় হাসিল করেছিল মেসিরা।

   

অবশেষে 14 বছরের খরা কাটিয়ে ভেনেজুয়েলার মাটিতে জয়ে ফিরল আর্জেন্টিনা। ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ভেনেজুয়েলার বিরুদ্ধে দাপুটে জয় তুলে নিল মেসির আর্জেন্টিনা। শুক্রবার ভোরে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভেনেজুয়েলার এবং আর্জেন্টিনা। আর সেই ম্যাচে 3-1 গোলে জিতেছে মেসিরা।

ম্যাচের প্রথমার্ধেই দশ জনে হয়ে যায় ভেনেজুয়েলা। মেসিকে কড়া ট্রাক্যাল করে রেড কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ভেনেজুয়েলার তারকা অদ্রিয়ান মার্টিনেজকে। দশ জনের ভেনেজুয়েলাকে পেয়ে বিরতির আগেই এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে পরপর দুই গোল করেন জোয়াকিন কোররেয়া ও আনহেল কোররেয়া। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ব্যবধান কমান ভেনেজুয়েলার ইফারসন।