সৌরভকে টক্কর দিয়ে এগিয়ে গেলেন বাংলার ঘরের ছেলে অরিজিৎ! কি করলেন এই জনপ্রিয় গায়ক?

নিউজশর্ট ডেস্কঃ ভারতীয় সংগীত জগতের অন্যতম নক্ষত্র অরিজিৎ সিং(Arijit Singh)। তাঁর খ্যাতি এখন বিশ্বজোড়া। এই মুহূর্তে দেশের সবচেয়ে আলোচিত সঙ্গীত শিল্পী তিনি। এই বঙ্গসন্তানের নাম শোনেননি এমন খুব কম মানুষই আছেন। আট থেকে আশি সকলই ভক্ত তার গানের। দেশে-বিদেশে তাঁর রয়েছে অসংখ্য অনুরাগী। বর্তমান সময়ে তিনি ভারতীয় সংগীতের এক উজ্জ্বল নক্ষত্র। তার গলার সুরে প্রতিটি গান পায় এক নতুন মাত্রা।

বলিউড থেকে টলিউড সকল ইন্ডাস্ট্রিতেই আজ তার উচ্চ কদর। তাকে ছাড়া সিনেমার গান ভাবা অসম্ভব। বড় বাজেটের সব সিনেমাতে কমপক্ষে ১টি হলেও তার গান শোনা যায়। এত বড় মাপের মানুষ হয়েও অরিজিৎ জীবন-যাপন করেন সাধারণ মানুষের মতন। তার সরল জীবন যাপন সত্যিই এক দৃষ্টান্ত। যেই কারণেই বারংবার তিনি থাকেন সংবাদ শিরোনামে।। তবে এবারে অন্য এক কারণে সংবাদের শিরোনামে তিনি।

এবারে একজন সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবেও দৃষ্টান্ত স্থাপন করলেন অরিজিৎ। রাজ্যের সর্বোচ্চ করদাতাদের তালিকায় বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়কেও(Sourav Ganguly) পিছনে ফেলে দিলেন অরিজিৎ সিং৷ রাজ্যের সর্বোচ্চ করদাতাদের তালিকায় একেবারে উপরের দিকেই নাম রয়েছে তার। ২০২২-২৩ অর্থবর্ষে সবচেয়ে বেশি অঙ্কের আয়করদাতাদের মধ্যে পঞ্চম স্থানে রয়েছেন অরিজিৎ সিং৷ আর এইখানেই তিনি পেছনে ফেলেছেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে।

Arijit Singh

 

জানা যাচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বা আয়কর দফতরের দেওয়া তথ্য অনুযায়ী ২০২২-২৩ অর্থবর্ষে কলকাতা থেকে মোট ৫৬ হাজার ৪২৪ কোটি আয়কর আয় করেছে কেন্দ্র সরকার৷ যার মধ্যে প্রায় ২৯,৯৩০ কোটি টাকা ট্যাক্স আয় হয়েছে কর্পোরেটে সেক্টর থেকে৷ এছাড়াও ব্যক্তি বিশেষ সর্বোচ্চ করদাতাদের তালিকায় চতুর্থ নম্বরে রয়েছে অরিজিৎ সিংয়ের নাম৷ তিনি মোট ১৮ কোটি টাকা আয়কর দিয়েছেন, যা ২০২১-২২ অর্থবর্ষের টাকার অঙ্কের তুলনায় তিন গুণ বেশি। এদিকে চলতি অর্থবর্ষে সাড়ে ১১ কোটি টাকা আয়কর দিয়েছেন বাংলার দাদা সৌরভ গাঙ্গুলি৷

তবে বাংলা থেকে সবচেয়ে বেশি ট্যাক্স দিয়েছেন নন্দিনী মোদী৷ প্রায় ৭০ কোটি টাকা ট্যাক্স দিয়েছেন তিনি৷ দ্বিতীয় স্থানে রয়েছেন বিড়লা গ্রুপের প্রধান কুমাপমঙ্গলম, যিনি ৫৯ কোটি টাকা ট্যাক্স দিয়েছেন৷ তিন নম্বরে রয়েছে শিল্পপতি বরুণ রাঠি, যিনি ৪৮ কোটি টাকা ট্যাক্স দিয়েছেন৷ তারপরেই নাম রয়েছে বঙ্গগর্ব অরিজিৎ সিংয়ের৷

Avatar

Papiya Paul

X