Papiya Paul

রাতারাতি সেলিব্রিটি ‘বাদাম কাকু’, এই মুহূর্তে কত টাকার মালিক ভুবন বাদ্যকর, রইল তাঁর সম্পত্তির পরিমাণ

সোশ্যাল মিডিয়ায় এখন একটি নাম আর একটি গান ভীষণ ট্রেন্ডিং। নিশ্চয়ই সকলে বুঝতে পারছেন এখানে কার কথা বলা হচ্ছে। ইনি হলেন ‘কাঁচা বাদাম’ গানের স্রষ্টা বীরভূমের ভুবন বাদ্যকর(Bhuban Badyakor)। এই মুহূর্তে তাকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। একসময় তিনি ছিলেন একজন বাদাম বিক্রেতা। আর বাদাম বিক্রি করে কোনরকমে সংসার চলত তার।

   

আজকে তিনি রাতারাতি নেটদুনিয়ায় সেন্সেশন। এই মুহূর্তে তিনি বাদাম বিক্রেতা নন বরং একজন সেলিব্রিটি। আর সেলিব্রিটি হওয়ার দৌলতে এখন তিনি লাখপতি। হয়তো নিজেও কোনদিন ভাবেননি এই গানের মাধ্যমেই তার জীবন একেবারে বদলে যাবে। আসলে বাদাম বিক্রির সময় গ্রাহকদের দৃষ্টি আকর্ষন করতেই এই গান বানিয়ে ছিলেন ভুবন বাদ্যকর। আর তারপরেই তো চোখের নিমেষে যেন ভাইরাল হয়ে গিয়েছে।

ছোটবেলা থেকেই বড় গায়ক হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। কিন্তু নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারেননি বাদাম কাকু। সংসার চালানোর জন্য ছানার ব্যবসা থেকে খোয়া ক্ষীর অনেক কিছুর ব্যবসা করেছেন তিনি। আর তারপরে বাদাম বিক্রিকে নিজের পেশা বানান ভুবন। ঘুরে ঘুরে বাদাম বিক্রি করতেন তিনি। সেখানেও খুব একটা বেশি লাভ হতো না, কিন্তু তার গান সকলের মনে ধরত। আর এই গান করতে করতে একদিন তার ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে।

গানের মাধ্যমে এখন বেশ ভালো টাকা উপার্জন করছেন তিনি। বীরভূমের গোধূলীবেলা মিউজিক কোম্পানির সঙ্গে একটি গান গেয়ে তিন লক্ষ টাকা উপার্জন করেছেন বাদাম কাকু। এছাড়া সহায়তা বাবদ বিভিন্ন জায়গা থেকে টাকা আছে তার কাছে। গ্রামে তিনি যে বাড়িতে থাকেন সেই বাড়িও সারিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কয়েকদিন আগেই আবার একটি পুরনো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে ফেলেছেন ভুবন বাবু। এই মুহূর্তে তিনি লাখপতি শুধুমাত্র একটি গানের দৌলতে।