Arijit

লিগামেন্ট ছিঁড়েছে! বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামতে পারবে না অলিম্পিকে ব্রোঞ্চজয়ী বজরং পুনিয়া

চোট সমস্যায় বারবার ভুগতে হয়েছে ভারতের তারকা কুস্তিগীর বজরং পুনিয়াকে। এমনকি অলিম্পিকেও চোট সমস্যায় জর্জরিত হয়ে পড়েন বজরং পুনিয়াকে। চোটের জন্য টোকিও অলিম্পিকে ভুগতে হয়েছিল বজরং-কে। তার পরেও হার মানেন নি তিনি, লড়াই করে ভারতকে ব্রোঞ্চ পদক এনে দেন এই কুস্তিগীর। তবে এবার বজরংয়ের জন্য এল খারাপ খবর। লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে বজরংয়ের, যার জেরে এই মরশুমে তিনি আর খেলতে পারবেন না। নরওয়ের ওসলোতে আগামী 2 থেকে 10 ই অক্টোবর পর্যন্ত হবে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ। তবে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় সেই প্ৰতিযোগীতায় অংশ গ্রহন করতে পারবে না বজরং।

   

অলিম্পিকের আগেই চোট পেয়েছিলেন বজরং কিন্তু তার সত্ত্বেও তিনি অলিম্পিকে অংশগ্রহণ করেন। টোকিও থেকে ফেরার পরই তার চোটের জায়গায় এমআরআই করা হয়। এই মুহূর্তে চিকিৎসক দিনশ পারডিওয়ালার তত্ত্বাবধনে চিকিৎসা চলছে বজরংয়ের। জানা গিয়েছে, আপাতত ছয় সপ্তাহ ম্যাটের বাইরেই থাকতে হবে দিনশকে।

বজরং জানিয়েছেন, ” চোট নিয়েও আমি অলিম্পিকে লড়াই করেছি। তবে অলিম্পিকের পদক জয় আমার সমস্ত ব্যথা ভুলিয়ে দিয়েছে। এখন লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় ছয় সপ্তাহ রিহ্যাব করতে হবে। সেই কারণে কুস্তির বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলতে পারব না।”