Arijit

কোন ফরম্যাটে হবে অলিম্পিক ক্রিকেট? জানিয়ে দিল আইসিসি

দীর্ঘদিন হয়ে গেল অলিম্পিকে ক্রিকেট খেলা হয় না। বর্তমানে ক্রিকেট যে হারে জনপ্রিয়তা লাভ করছে তাতে অলিম্পিকে ক্রিকেট না দেখা যাওয়ায় বেশ হতাশ ক্রিকেট সমর্থকরা। এশিয়ার পাশাপাশি এখন বিভিন্ন মহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা ব্যাপক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্তি করতে বদ্ধপরিকর আইসিসি। শেষবার 1900 সালে অলিম্পিকে ক্রিকেট অনুষ্ঠিত হয়েছিল। তারপর থেকে দীর্ঘ 120 বছরেরও বেশি সময় হয়ে গেল অলিম্পিকে ক্রিকেট দেখা যায়না। তবে আইসিসির তরফ থেকে জানানো হয়েছে ফের অলিম্পিকে দেখা যাবে ব্যাট-বলের লড়াই। আগামী 2028 সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকেই ক্রিকেটের প্রত্যাবর্তন ঘটতে চলার দাবি করেছে আইসিসি।

   

128 বছর পর লস অ্যাঞ্জেলস অলিম্পিকেই ক্রিকেটের প্রত্যাবর্তন ঘটবে বলে দাবি করেছে আইসিসি। তবে আইসিসি তরফ থেকে জানানো হয়েছে অলিম্পিকের আগে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে দেখা যেতে পারে ক্রিকেটকে। আইসিসি বিশ্বাস করে কমনওয়েলথ গেমসে যদি ক্রিকেট সাফল্য পায় তাহলে অলিম্পিকে ক্রিকেটের ঢোকার জায়গা আরও অনেক বেশি সোজা হয়ে যাবে।

তবে এখন প্রশ্ন একটাই অলিম্পিকে যদি ক্রিকেটের অন্তর্ভুক্তি হয় তাহলে ক্রিকেটের কোন ফরমেট দেখা যাবে অলিম্পিকের মঞ্চে? আইসিসির তরফে দাবি করা হয়েছে ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাটই অলিম্পিকে হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ টেস্ট ক্রিকেট হোক কিংবা ওয়ানডে ক্রিকেট দু’টিতেই অনেক বেশি সময় লাগে। অপরদিকে টি-টোয়েন্টি ক্রিকেট তিন ঘন্টার মধ্যেই হয়ে যায়। সেই কারণে অলিম্পিকে টি-টোয়েন্টি ক্রিকেটই প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে।