Home Loan

Papiya Paul

Home Loan: অনেকটাই কমেছে Home Loan-এ সুদের হার! গ্রাহকদের বিরাট সুখবর দিল এই সরকারি ব্যাঙ্ক

নিউজশর্ট ডেস্কঃ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য রয়েছে বিরাট সুখবর। এবার এই ব্যাংক হোম লোনের(Home Loan) ওপর সুদের হার কমানোর ঘোষণা করেছে। আগে এই ব্যাংকে হোম লোনের সুদের হার ছিল ৮.৪৫ শতাংশ। এখন সেটা কমিয়ে ৮.৩ শতাংশ করা হয়েছে। এর পাশাপাশি এই লোনের প্রসেসিং ফিতেও পুরোপুরি ছাড় ঘোষণা করা হয়েছে।

   

তবে একটা জিনিস মনে রাখতে হবে যে, এই অফারের জন্য নির্দিষ্ট ডেড লাইন দেওয়া হয়েছে ৩১শে মার্চ ২০২৪ পর্যন্ত। এই বিশেষ সুবিধাগুলো পাবেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকেরা। এখানে হোম লোন সস্তা করার পাশাপাশি এই ব্যাংক ছাদে সোলার প্যানেলের জন্য বিশেষ ধরনের অফার ঘোষণা করেছে।

এক্ষেত্রে ৭ শতাংশ কমে সুদের হারে ঋণ পাওয়া যাবে। এছাড়া ছাদে সোলার প্যানেলের জন্য ঋণ দেওয়ার ক্ষেত্রে এই ব্যাংক কোন প্রসেসিং চার্জ নেবে না। তবে শুধু এই ব্যাংক নয়, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কম সুদের হারে গ্রাহকদের হোম লোন অফার করছে।

আরও পড়ুন: Government: রাজ্যের কৃষকদের জন্য বিনামূল্যে এই মেশিন দিচ্ছে সরকার! কারা পাবেন এই সুবিধা?

এই ব্যাংকের ক্ষেত্রেও এই অফারের জন্য শেষ সময়সীমা ৩১ মার্চ ২০২৪। তবে একটা জিনিস মনে রাখতে হবে এসবিআই-তে কম সুদের হার অফার করছে সিভিল স্কোরের ভিত্তিতে। এক্ষেত্রে সিভিল স্কোর যদি ৭৫০-৮০০ র মধ্যে হয় তাহলে গ্রাহকদের ৯.১৫ শতাংশের বদলে ৮.৬০ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। আর যদি সিভিল স্কোর ৭০০-৭৪৯ হয় তাহলে সুদের হার ৮.৭০ শতাংশ হবে। আর যদি সিভিল স্কোর ৬৫০-৬৯৯ হয়, তাহলে গ্রাহকদের সুদের হারে কোন ছাড় ঘোষণা করা হয়নি।