Arijit

ভারতকে বাদ দিয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালিস্ট ভবিষ্যতবাণী করলেন স্টোকস

এই মুহূর্তে ভারতীয় দল বেশ শক্তিশালী। বিশ্বের যে কোন মাঠে যে কোন দলকে হারানোর ক্ষমতা রয়েছে এই ভারতীয় দলের। স্বাভাবিকভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে থেকেই ভারতীয় দলকে এবারের বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবে বেছে নিয়েছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

   

তবে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। পাকিস্তানের কাছে 10 উইকেটের ব্যবধানে হেরে যায় ভারত। তবে এই ম্যাচ হারলেও এতে খুব একটা প্রভাব পড়েনি ভারতের, কারণ এখন সবে বিশ্বকাপের শুরু, সেমিফাইনালে ওঠার জন্য আরও বেশ কয়েকটি ম্যাচ রয়েছে ভারতের হাতে।

তবে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য ফাইনালিস্টের নাম দাবি করলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। বেন স্টোকসের মতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হতে চলেছে পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যে। অর্থাৎ এক্ষেত্রে বেন স্টোকস ভারতকে তার হিসেবের মধ্যেই রাখলেন না।