বিনোদন,সিনেমা,কান চলচ্চিত্র উৎসব,শৌনক সেন,অল দ‍্যাট ব্রিদস,Entertainment,Cinema,Cannes Film estival,Shounok Sen,All That Breaths

Papiya Paul

বাঙালির জয়জয়কার, ‘কান চলচ্চিত্র উৎসবে’ একমাত্র ভারতীয় হিসাবে পুরস্কার জিতলেন পরিচালক শৌনক সেন

কান উৎসবে(Cannes Festival) শুধু ফ্যাশন শো নয়, বেশকিছু সিনেমা পুরস্কৃত হয়েছে। সেই তালিকায় রয়েছে একজন বঙ্গসন্তান। পরিচালক শৌনক সেনের বানানো তথ্যচিত্র ‘অল দ‍্যাট ব্রিদস’ (All That Breaths) পুরস্কৃত হয়েছে কান চলচ্চিত্র উৎসবে। তিনিই একমাত্র বাঙালি পরিচালক যিনি এই চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছেন।

   

২০১৫ সালে কান এর সহযোগিতায় শুরু হয়েছে ফরাসি লেখক গোষ্ঠীর ‘ল’ওয়েল ডি’অর’ (L’OEil d’Or) পুরস্কার বা গোল্ডেন আই অ্যাওয়ার্ড (Golden Eye Award) প্রদান অনুষ্ঠান। আর এবার এই অনুষ্ঠানে পুরস্কৃত হল বাংলায় পরিচালকের ছবি। এই বছর ৭৫ তম বর্ষে পদার্পন করল কান চলচ্চিত্র উৎসব। আর এইবার বিশেষ প্রদর্শনী বিভাগে দেখানো হয়েছিল অল দ‍্যাট ব্রিদস।

এই মুহূর্তে পৃথিবীর ধ্বংস মুখর পরিবেশেও প্রতিটা জীবন গুরুত্বপূর্ণ, এই বার্তাই দেওয়া হয়েছে এই সিনেমাতে। আর তাই গোল্ডেন আই পুরস্কার পেয়েছেন শৌনক। প্রত্যেক বিচারকমণ্ডলীর কাছেই এই সিনেমা বেশ জনপ্রিয় হয়েছিল। এই তথ্যচিত্রটির সময়সীমা ৯০ মিনিট। যেখানে মহম্মদ সৌদ এবং নাদিম শেহজাদ নামে দুই ভাইয়ের গল্প দেখানো হয়েছে।

যেখানে তারা দুই আহত পাখিকে উদ্ধার করে চিকিৎসা করেন। এই উৎসবে পুরস্কারের সাথে সাথে প্রায় ৪ লক্ষ টাকা পুরস্কার পেয়েছেন পরিচালক শৌনক। এই ছবি ছাড়াও এ আর রহমানের ‘লে মাস্ক’ ছবিও দেখানো হয়েছে কান-এ। আবার আর মাধবনের আসন্ন ছবি রকেট্রি: দ‍্য নাম্বি এফেক্ট এরও বিশেষ প্রদর্শনী হয়েছে এই উৎসবে। তবে শুধু কান চলচ্চিত্র উৎসবে নয়, চলতি বছরের সানড‍্যান্স চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়েছে শৌনকের এই ছবি।