বলিউড,বিনোদন,গসিপ,বিগ বস,অতুল কাপুর,পারিশ্রমিক,Bollywood,Entertainment,Gossip,Bigg Boss,Atul Kapoor,Salary

Moumita

‘বিগ বস’-র নেপথ্যে রয়েছে কার কণ্ঠ? এই ব্যক্তির আদেশ সবাই মেনে চলে, রইল তার পরিচয়

টেলিভিশনে যখনই ‘বিগ বস’-এর শো খুলে বসেছেন তখন একবার না একবার মনে এসেইছে যে বিগ বসের নেপথ্যে এই কণ্ঠটি কার? কে সে যার আদেশে বলিউডের নামীদামী তারকারা বসে আর ওঠে? এখনও পর্যন্ত ১৫ টি সিজন শেষ হয়ে গেলেও এর নেপথ্য মানুষটির পরিচয় জানা যায়নি।

   

‘বিগ বস’-এর নেপথ্য কণ্ঠে তার স্বর জনপ্রিয়। কিন্তু ক্যামেরার সামনে বড় একটা আসেন না। পরিচয় গোপন রাখতেই বেশি ভালোবাসেন। তবে সম্প্রতি সেটাও আর গোপন রইলোনা। ফাঁস হয়ে গেলো ‘বিগ বস’-র পরিচয়। তাহলে কেই বা এই বিগ বস? আর কেমনই বা দেখতে তিনি? এতো সব প্রশ্নের উত্তরের সাথে সাথে আজ তার এপিসোড পিছু পারিশ্রমিকের কথাও জানাবো পাঠককুলকে।

জানিয়ে দিই ‘বিগ বস’-র আড়ালে যে পুরুষালি কণ্ঠস্বর আমরা শুনে থাকি তিনি আর কেউ নন, ভয়েস আর্টিস্ট অতুল কাপুর। যিনি দীর্ঘ সময় ধরে ‘বিগ বস’-এ তার কণ্ঠ দিয়ে আসছেন। নেপথ্যে থেকেই প্রতিযোগীদের পরিচালনার ভার তার উপর। ‘বিগ বস’-র ঘরে তার কথাই বেদবাক্য। তিনি তার বলবেন প্রতিযোগিরা তা মানতে বাধ্য। জানেন কি হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠানে নেপথ্য কণ্ঠের জন্য কত টাকা পারিশ্রমিক পান অতুল?

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ‘বিগ বস’-এর প্রতিটি পর্বের জন্য ৫০ লক্ষ টাকা পারিশ্রমিক দাবি করে থাকেন এই শিল্পী। ক্যামেরার সামনে তার কোনো কাজ নেই। নেপথ্যে থেকে সবাইকে নির্দেশ দেওয়াই তার কাজ‌। প্রসঙ্গত, সাল ২০০৬ তে যখন ‘বিগ বস’ শুরু হয়েছিল তখন থেকেই নেপথ্যে কণ্ঠ দিচ্ছেন অতুল কাপুর।

বলিউড,বিনোদন,গসিপ,বিগ বস,অতুল কাপুর,পারিশ্রমিক,Bollywood,Entertainment,Gossip,Bigg Boss,Atul Kapoor,Salary

এই রিয়েলিটি শো’তে সাধারণ মানুষ থেকে বিনোদন জগতের তারকা সবাইকে অংশ নিতে দেখা যায়। অনেক তাবড় তাবড় শিল্পী এসেছেন এই বিগ বসের ঘরে। মজার বিষয় হলো এই যে, তারা সবাই নিজেদের জগতে যতই পারদর্শী বা প্রভাবশালী হোন না কেন ‘বিগ বস’ হাউসে সবাই একজনের হাতের পুতুল। এখানে অতুল কাপুরের আদেশই শেষ কথা।

বলা ভালো অজস্র প্রতিযোগীর নির্ঘুম রাতের কারণ হয়ে আছেন এই নেপথ্যের ‘বিগ বস’। তবে সত্যি কথা বলতে, ‘বিগ বস’-এর নেপথ্য কণ্ঠে অতুল ছাড়া আর কারো গলা যেন ভাবাই যায়না। অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে এই গুরুগম্ভীর আওয়াজ শোনার জন্য। জেনে অবাক হবেন যে, শুধু ‘বিগ বস’ নয়, হলিউডের একাধিক ছবির হিন্দি সংস্করণেও কণ্ঠ দিয়েছেন অতুল।