বলিউড,বিনোদন,গসিপ,বয়সের পার্থক্য,ধর্মেন্দ্র,হেমা মালিনী,কিশোর কুমার,সইফ আলি খান,করিনা কাপুর,Bollywood,Entertainment,Gossip,Age gap,Hema Malini,Dharmendra,Kishor Kumar,Saif Ali Khan,Karina Kapoor

Moumita

নিজের হাঁটুর বয়সী মেয়েদের বিয়ে করেছেন এই ৫ বলি অভিনেতা, কয়েকজন তো সব সীমা ছাড়িয়ে ৪ বারও বিয়ে করেছেন!


বি টাউনের বাসিন্দাদের নিয়ে আলোচনার শেষ নেই ভক্তমহলে। তারা কী পোশাক পরে, কোথায় কী মন্তব্য রাখছেন প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চায় অনুরাগীরা। আর সেটা যদি হয় প্রেম, অ্যাফেয়ার্স বা বিয়ে সংক্রান্ত কোনো খবর তাহলে তো আর কোনো কথাই নেই। তাই আজকের এই প্রতিবেদনে এমন কিছু বলি তারকা দম্পত্তির কথা বলবো যাদের মধ্যে রয়েছে বয়সের বিপুল পার্থক্য।

   

১. ধর্মেন্দ্র-হেমা মালিনী :- এই কিংবদন্তি জুটির আলাদা করে কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন নেই বোধহয়। তার প্রথম স্ত্রী প্রকাশ করের সঙ্গে ১৯৫৪ সালে গাঁটছড়া বাঁধেন তিনি। কিন্তু প্রথম স্ত্রীর থেকে ডিভোর্স না নিয়েই ১৯৮০ সালে বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনীর সঙ্গে দ্বিতীয়বার বিয়ে করেন তিনি। প্রসঙ্গত, ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর বয়সে প্রায় ১৩ বছরের পার্থক্য রয়েছে এবং ধর্মেন্দ্র যখন প্রথমবার বিয়ে করেছিলেন, তখন হেমা মালিনীর বয়স ছিল মাত্র ৬ বছর।

বলিউড,বিনোদন,গসিপ,বয়সের পার্থক্য,ধর্মেন্দ্র,হেমা মালিনী,কিশোর কুমার,সইফ আলি খান,করিনা কাপুর,Bollywood,Entertainment,Gossip,Age gap,Hema Malini,Dharmendra,Kishor Kumar,Saif Ali Khan,Karina Kapoor

২. সাইফ আলী খান-কারিনা কাপুর :- পতৌদির নবাবপুত্র সইফ আলি খান। বলিউডের খ্যাতনামা অভিনেতা তিনি। চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন ওয়েব সিরিজেও সমানভাবে অভিনয় করেছেন তিনি। ১৯৯১ সালে বয়সে ১০ বছরের বড়ো অমৃতা সিংয়ের সঙ্গে প্রথম বিয়ে করেন তিনি। ২০০৪ সালে ডিভোর্স নেন এই দুই তারকা। এরপর নিজের থেকে ১০ বছরের ছোটো করিনা কাপুরকে বিয়ে করেন সইফ‌। উল্লেখ্য, সইফ এবং অমৃতার বিয়ের সময় করিনার বয়স ছিলো মাত্র ১১ বছর।

বলিউড,বিনোদন,গসিপ,বয়সের পার্থক্য,ধর্মেন্দ্র,হেমা মালিনী,কিশোর কুমার,সইফ আলি খান,করিনা কাপুর,Bollywood,Entertainment,Gossip,Age gap,Hema Malini,Dharmendra,Kishor Kumar,Saif Ali Khan,Karina Kapoor

৩. সঞ্জয় দত্ত- মান্যতা দত্ত :- হিন্দি চলচ্চিত্র শিল্পের প্রবীণ অভিনেতা, সঞ্জয় দত্ত ১৯৮৭ সালে রিচা শর্মাকে প্রথম বিয়ে করেছিলেন। কিন্তু ব্রেইন টিউমারের কারণে তিনি এই পৃথিবীকে চিরতরে বিদায় জানান। এর পরে, ১৯৮৮ সালে, সঞ্জয় দত্ত দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেন, এবং রিয়া পিল্লাইকে বিয়ে করেন তিনি, কিন্তু দূর্ভাগ্যজনক ভাবে এই বিয়েও টেকেনি সঞ্জু বাবার। এর পরে ২০০৮ সালে সঞ্জয় দত্ত তৃতীয়বার বিয়ে করেন মান্যতা দত্তকে, যিনি তার থেকে প্রায় ১৯ বছরের ছোট।

বলিউড,বিনোদন,গসিপ,বয়সের পার্থক্য,ধর্মেন্দ্র,হেমা মালিনী,কিশোর কুমার,সইফ আলি খান,করিনা কাপুর,Bollywood,Entertainment,Gossip,Age gap,Hema Malini,Dharmendra,Kishor Kumar,Saif Ali Khan,Karina Kapoor

৪. কিশোর কুমার-লীনা চন্দভারকর :- কিশোর কুমারকে কে না চেনে না। তিনি যেমন পারদর্শী সঙ্গীতে তেমনই পারদর্শী ছিলেন অভিনয়েও। জানিয়ে রাখি, বাস্তব জীবনে কিশোর কুমার মোট ৪ বার বিয়ে করেছিলেন। যার মধ্যে তার শেষ এবং চতুর্থ বিয়ে ছিল লীনা চন্দভারকরের সাথে। প্রথম স্ত্রীর নাম ছিল রুমা গুহ ঠাকুরতা। ১৯৫১ সালে রুমার সাথে কিশোর কুমারের যখন বিয়ে হয় সেই সময় লীনার বয়স ছিলো মাত্র ১ বছর।

বলিউড,বিনোদন,গসিপ,বয়সের পার্থক্য,ধর্মেন্দ্র,হেমা মালিনী,কিশোর কুমার,সইফ আলি খান,করিনা কাপুর,Bollywood,Entertainment,Gossip,Age gap,Hema Malini,Dharmendra,Kishor Kumar,Saif Ali Khan,Karina Kapoor

৫. কবির বেদী-পারভীন দুসাঞ্জ :- বলিউডের একজন প্রবীণ জাঁদরেল খলনায়ক হিসেবে সুপরিচিত অভিনেতা কবির বেদীও বাস্তব জীবনে মোট চারটি বিয়ে করেছেন। এর মধ্যে, অভিনেতার চতুর্থ এবং শেষ বিয়ে হয়েছিল ২০১৬ সালে পারভীন দুসাঞ্জের সাথে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, যখন কবীর বেদীর প্রথম বিয়ে হয় সেই সময় পারভীনের বয়স ছিলো মাত্র ৬ বছর।