Papiya Paul

বিয়ে করতে চাইছেন না চীনারা, বিপাকে চীন রাষ্ট্রপতি

গত বছর সারা বিশ্বকে একটি মহামারী উপহার দিয়েছিল চীন। বিশ্বের প্রথম সারির দেশকে পিছনে ফেলে দেওয়ার জন্য এটি ছিল একটি অভিনব পন্থা। কোনরকম যুদ্ধ ছাড়াই সম্পূর্ণ বিশ্বকে ধরাশায়ী করে ফেলেছিল চীন। কিন্তু এবার নিজেই নতুন সমস্যায় পড়েছে চীন। দেশে বয়স্কদের জনসংখ্যা ক্রমাগত বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন সরকার। এমনকি বেশি সন্তান জন্ম দেওয়ার আইন লাগু করা হলেও কোনরকম সমাধান পাওয়া যায়নি। চীনের মন্ত্রক অনুযায়ী, নব বিবাহিত দম্পতিদের সংখ্যা অনেকটাই কমে গেছে আগের থেকে, অর্থাৎ বিয়ের প্রতি মানুষের আকর্ষন কমে যাচ্ছে দিন দিন।

   

চীনের মন্ত্রকের খবর অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে বিয়ে করার প্রবণতা অনেকটাই কমে গেছে চীনবাসীদের মধ্যে। শুধুমাত্র মহামারী নয়, এর পেছনে রয়েছে সরকারের নীতি এবং প্রতিশ্রুতির না পালন করার বিষয়। সম্প্রতি চাইনিজ কমিউনিস্ট পার্টির যুব সংগঠন সমীক্ষায় জানতে পারা গেছে,
বর্তমানে তরুণ-তরুণীদের অনেকেই বিয়ে করতে চাইছেন না আর।

সমীক্ষা অনুযায়ী, ৪৩ শতাংশ মহিলা জানিয়েছেন তারা বিয়ে করতে ইচ্ছুক নয়। এছাড়াও ধনী শহরের যুবকরাও বিয়ে করতে অনিচ্ছুক প্রকাশ করেছেন। ছোট শহরের যুবকদের বিয়ে করতে ইচ্ছুক নয় কোন মহিলা। উন্নতি যত হবে অর্থনীতির দিক থেকে, ততোই যুবকরা বিয়ে না করে একা থাকতে পছন্দ করবেন এমনই মনে করা হচ্ছে।

এই রিপোর্ট শোনার পর চীনের রাষ্ট্রপতির চিন্তা বেড়ে চলেছে প্রত্যেকদিন। কিছু বছর আগে চীনের জনসংখ্যা নিয়ন্ত্রণ করা নিয়ে চিন্তিত ছিলেন চীনের রাষ্ট্রপতি, এবার বিয়ে করার অনিচ্ছা নিয়ে চিন্তিত তিনি। এমন চলতে থাকলে আগামী কিছু বছরের মধ্যে চীনে বিপুল পরিমাণ জনসংখ্যা কমে যাবে।