নিউজশর্ট ডেস্কঃ যে কোন মানুষ যেকোনো সময় চিকিৎসা সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন। এক্ষেত্রে বহু মানুষ জটিল রোগে আক্রান্ত হন। আর জটিল রোগে আক্রান্ত হলেই প্রচুর অর্থের প্রয়োজন হয়। কিন্তু সাধারণ মানুষ সেই অর্থের যোগান দিতে পারে না। তাই এই জটিল রোগের মুখোমুখি হওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখা একান্ত প্রয়োজন। একটি স্বাস্থ্য বীমা(Health Insurance) পলিসি করে রাখা ভালো।
এই স্বাস্থ্য বীমার মাধ্যমে চিকিৎসার ক্ষেত্রে যা খরচ হবে তা অনেক ক্ষেত্রেই পরিশোধ করতে পারবেন। তবে সেক্ষেত্রেও বিশেষ কিছু শর্ত রয়েছে। একটা জিনিস মনে রাখবেন এমন কিছু অসুস্থতা রয়েছে যা একটি স্বাস্থ্য বীমা পরিকল্পনার কভারেজের বাইরে চলে যায়। এই গুরুতর অসুস্থতা বীমা পলিসি(Critical Insurance Illness Plan) আপনার কঠিন সময়ে আপনাকে আর্থিকভাবে সহায়তা করতে পারে। তাই সাধারণ বীমা এবং গুরুতর অসুস্থতা বীমার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তাই কঠিন অসুখের সম্মুখীন হলে সমস্ত দিক থেকে আর্থিক সুবিধা পাওয়া যায়। সেই ব্যবস্থাও করে রাখা উচিত।
গুরুতর অসুস্থতা বীমা পরিকল্পনা কি?
যেকোনো রকমের কঠিন অসুখ আপনার আর্থিক সমস্যা বাড়িয়ে তুলতে পারে। এক্ষেত্রে একদিকে যেমন আপনার রোজগার অর্থাৎ চাকরি নিয়ে টানাটানি পড়তে পারে। ঠিক তেমনি অন্যদিকে অর্থের যোগান দেওয়া মুশকিল হয়ে দাঁড়ায়। টিউমার এবং স্ট্রোকের মতো কিছু জটিল রোগ রয়েছে যেগুলো কোন রকমের সতর্কতা ছাড়াই হঠাৎ করে জীবনে চলে আসে এবং এগুলি আপনাকে শারীরিক-মানসিক এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে দিতে পারে।
আর সেই কারণে এই গুরুতরও চিকিৎসা পরিস্থিতি মোকাবেলা করার জন্য একটি জটিল বীমা কভার বেছে নিতে পারেন। একটি জটিল বীমা পরিকল্পনার অধীনে আপনি যদি গুরুতর অসুস্থতার চিকিৎসা করাতে চান সেক্ষেত্রে অর্থ পেতে পারেন। তবে এক্ষেত্রে পলিসির শর্তাবলীর অধীনে আপনি যে অসুস্থতায় ভুগছেন সেটি যদি আগে থেকেই নির্দিষ্ট করা থাকে তবে আপনাকে অর্থ দেওয়া হবে।
গুরুতর অসুস্থতার মধ্যে কি কি রোগ পড়ে?
১)পক্ষাঘাত
২) ক্যান্সার
৩) হার্ট অ্যাটাক
৪) করোনারি আর্টারি বাইপাস গ্রাফ্ট (CABG)
৫)অগ্ন্যাশয়, লিভার, হৃৎপিণ্ড এবং ফুসফুসের মতো অঙ্গ প্রতিস্থাপন
৬) স্ট্রোক
৭) কিডনি ফেল
আরও পড়ুন: Vodafone-Idea: VI-র এই প্ল্যানে পাবেন ১৮০ দিনের ভ্যালিডিটি, খরচ ৫০ টাকারও কম!
গুরুতর অসুস্থতা কভার কিভাবে বুঝবেন?
গুরুতর অসুস্থতা বীমা কিছু বিষয় বিবেচনা করে তারপরে নির্বাচন করা উচিত। বীমাকারীদের দ্বারা এক্ষেত্রে অনেক অফার দেওয়া হয়। তবে আপনার কোন জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি আগে বিবেচনা করে তারপরে বীমা গ্রহণ করা উচিত।
পলিসির অধীনে কভার করা অসুস্থতা আগে পরীক্ষা করুন:
পলিসি নির্বাচন করার সময় প্রিমিয়াম নিয়ে আগে চিন্তা করা উচিত নয়। অসুস্থতা বীমার ক্ষেত্রে গুরুতর অসুস্থতা সম্পর্কে কি কি বিষয়বস্তু রয়েছে সমস্ত কিছু জেনে নেওয়া উচিত। এর পাশাপাশি আপনি যে রোগগুলোকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সেগুলো আপনার পলিসির মধ্যে পড়ছে কিনা তা অবশ্যই জেনে নেবেন।