Arijit

কোন দলের হয়ে আইপিএল খেলবেন! ভবিষ্যৎ নিয়ে বড় আপডেট দিলেন ওয়ার্নার

গত মরশুমে আইপিএলে সবথেকে চর্চিত ফ্র্যাঞ্চাইজি ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। নিজেদের পারফরম্যান্সের থেকেও মাঠের বাইরের বিভিন্ন কারণে বারবার শিরোনামে উঠে এসেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে আলোচনা মূল বিষয় ছিল ডেভিড ওয়ার্নার। আইপিএল শুরু হওয়ার পর থেকে ওয়ার্নারের সঙ্গে ক্রমশ সম্পর্ক খারাপ হতে থাকে হায়দ্রাবাদের মালিকদের। আইপিএল শুরু হওয়ার কয়েক দিন পরই অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় ওয়ার্নারকে, তারপর সরাসরি প্রথম একাদশ থেকে ছেঁটে ফেলা হয় তাকে।

   

মরশুমের শেষের দিকেই ওয়ার্নার বিভিন্ন ভাবে বুঝিয়ে দিয়েছিলেন তিনি আর হায়দ্রাবাদের জার্সি গায়ে মাঠে নামবেন না। প্রত্যাশা মতোই এবার আইপিএলে ওয়ার্নারকে রিটেন করেনি হায়দ্রাবাদ।

এবারের টি-২০ বিশ্বকাপে ওয়ার্নার যে পারফরম্যান্স করেছে তাতে ওয়ার্নারকে নেওয়ার জন্য যে প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি লাফাবে সেটা বলাই বাহুল্য। তবে নিলামের আগে আইপিএলের নতুন দুটি ফ্রাঞ্চাইজি তাকে হয়তো আগেই নিয়ে নেবে এটাই ভেবেছিলেন সবাই। এবার এই প্রশ্নের উত্তর দিলেন ওয়ার্নার নিজেই।

টুইটারে এক ভক্তের প্রশ্নের উত্তরে নিজের আইপিএল খেলা নিয়ে কোন রাখঢাক না রেখেই ওয়ার্নার জানিয়েছেন, ” আমি নিলামের আগে কোন আইপিএল দলে যাচ্ছি না। আমি এবারেও নিলামে থাকবো।”