টলিউড,বিনোদন,চলচ্চিত্র উৎসব,দেবশ্রী রায়,মিঠুন চক্রবর্তী,Tollywood,Entertainment,Film Festival,Debashree Roy,Mithun Chakraborty

Moumita

‘যেখানে যোগ্য সম্মান নেই, সেখানে আমি নেই’, KIFF চলচ্চিত্র উৎসব নিয়ে বিষ্ফোরক মন্তব্য দেবশ্রীর

দিন কয়েক আগেই শুরু হয়েছে কলকাতা চলচ্চিত্র উৎসব (KIFF)। শাহরুখ, অমিতাভের মত বড় বড় তারকারা উপস্থিত ছিলেন এইদিন। সেই সাথে উপস্থিত ছিলেন টলিউডের বেশকিছু প্রথম সারির তারকা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে দেব, শুভশ্রী- প্রত্যেকের উজ্জ্বল উপস্থিতি নজর কেড়েছিল দর্শকদের।

   

তবে সবকিছুর মধ্যেও আরো একটা বিষয় সবার নজর কেড়েছিল। চোখে পড়েছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন নামী শিল্পীর অনুপস্থিতি। আর এই তালিকায় ছিল মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), দেবশ্রী রায়ের (Debashree Roy) মত বর্ষীয়ান তারকাদের নাম।

এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চিরঞ্জিত চক্রবর্তীও। অভিনেতার কথায়, ‘রাজনৈতিক কারণেই হয়তো ডাকা হয়নি’। চিরঞ্জিতের এই বক্তব্য রীতিমতো চারিদিকে শোরগোল ফেলে দিয়েছে। এই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই আগুনে ঘি ঢেলে দিলেন অভিনেত্রী দেবশ্রী।

গত বুধবার মধ্যমগ্রামে গিয়েছিলেন টলিপাড়ার এই খ্যাতনামা অভিনেত্রী।‌ সেখানেই সাংবাদিক সম্মেলনে চলচ্চিত্র উৎসব নিয়ে একটার পর একটা তোপ দাগেন তিনি। অভিনেত্রীর কথায়, ‘যোগ্য সম্মান না পেলে আমি কোথাও যাই না। সম্মান দেয়নি তাই ফিল্ম ফেস্টিভ্যালেও যাইনি। কেন দেয়নি সেটা জানি না। আমরা শিল্পী। আমরা সবকিছুই শিল্পের আঙ্গিকেই দেখি’।

এর সাথে মিঠুন চক্রবর্তীকে আমন্ত্রণ না জানানোর বিষয়েও প্রশ্ন করা হয় তাকে। অভিনেত্রী জানান, ‘মিঠুনদার সঙ্গে আমি অনেক কাজ করেছি। ওনাকে ভালোবাসি। শিল্পী হিসেবে সম্মানও করি। আমার মনে হয়, বিষয়টির সঙ্গে যখন চলচ্চিত্র জড়িত তখন এই ইন্ডাস্ট্রির প্রত্যেককে আমন্ত্রণ জানানো উচিত ছিল। প্রত্যেককে যোগ্য সম্মান দেওয়া উচিত’।

এখানেই শেষ নয়, সহ অভিনেতা চিরঞ্জিতের বক্তব্যের রেশ ধরে বলেন, ‘রাজনৈতিক কারণে শিল্পীদের না ডাকা ঠিক নয়। রাজনীতি রাজনীতির জায়গায়। আর এটা শিল্পের জায়গা। যারা চলচ্চিত্রের সঙ্গে জড়িত তাঁদের সম্মান দেওয়া দরকার। অন্তত ভারতীয় ও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে মানুষদের অবদান রয়েছে তাঁদের আমন্ত্রণ জানানো উচিত ছিল’।