Koushik Dutta

১১ দিনে ১০ গ্রাম সোনার দাম কমেছে ৪০০০ টাকা! আগামী দিনেও বজায় থাকতে পারে এই ধারা

মন্দার প্রভাব পড়েছে আমেরিকার বাজারেও। যার ফলে সোনার দামের ওপরেও পড়েছে এর প্রভাব। গগম চুম্বি সোনার দাম এখন নিম্নমুখী। জানা যাচ্ছে গত ১১ দিনে প্রতি ১০ গ্রাম সোনার দাম পড়েছে ৪ হাজার টাকা। বাজারের এই ধারা বজায় থাকলে সোনার দাম আরও কমবে বলে আশা করা হচ্ছে। আগস্ট ১০ থেকে ১৪ তারিখের মধ্যে ব্যাপক পড়েছে সোনার দাম। এখন সোনার দাম ৫৩ হাজারেরও নীচে।